আন্তর্জাতিক ক্রিকেটে ফের নাম লেখানোর লড়াই বেশ ভাল করেই এগিয়ে যাচ্ছে। বিসিবির কাছ থেকে অনুমতি মিরপুরে অনুশীলন করে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। মঙ্গলবার ফিটনেস পরীক্ষাটাও দিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সেই পরীক্ষার ফলাফলটা মন্দ নয়।
মিরপুরের একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন. ‘আমি সাড়ে তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলাম। এমন কী ঘরোয়া ক্রিকেটেও খেলতে পারিনি। এরপর গত দুই সপ্তাহ ধরে বিসিবির অধীনে অনুশীলন করছি। প্রতিদিনই আসছি মিরপুরে। তবে আজ সুযোগ হলো ফিটনেস পরীক্ষা দেবার। সব মিলিয়ে আল্লাহর রহমতে আমার ফিটনেস ভালো অবস্থায় আছে।’
মিরপুরের ক্রিকেট একাডেমি মাঠে ৯ মিনিটে ১৬০০মিটার দৌড়ালেন আশরাফুল। যা ৭ মিনিটে হলে পারফেক্ট হতো। তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত ১৮ আগস্ট বিসিবির অনুমতি নিয়ে আশরাফুল ফিরেছেন মিরপুরের হোম অব ক্রিকেটে। মঙ্গলবার বিসিবি-এইচপি কোচ কোরি বোকিংয়ে অধীনে ফিনটেস পরীক্ষা দেন তিনি।
আশরাফুল বলেন, ‘আমি কিন্তু শেষ তিন বছর খেলার মধ্যেই ছিলাম। যেখানে আমি সুযোগ পেয়েছি সেখানেই ক্রিকেট খেলেছি। আমেরিকাতে গিয়ে খেলেছি, ঢাকায় যেখানে সুযোগ পেয়েছি, সেখানেই খেলেছি। এতদিন আমি একা একা অনুশীলন করেছিলাম।’
আগামী ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলতে চান অ্যাশ। ৩১ বছর বয়সী তারকা ক্রিকেটার আরেকটি সুযোগের অপেক্ষায়। ম্যাচ ফিক্সিংয়ের সেই কলঙ্ক পেছনে ফেলে ফের জাতীয় দলে খেলতে চান তিনি।
Discussion about this post