প্রায় এক যুগ তার গড়া রেকর্ড ভাঙ্গল। সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের আফতাব আহমেদকে টপকে গেলেন মঈন খান। চেস্টার লি স্ট্রিটের মাঠে সাত নম্বরে নেমে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন এই ইংলিশ অলরাউন্ডার।
শনিবার টেস্টের দ্বিতীয় দিন ৮৩ রানে পৌঁছার মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদকে পেছনে ফেলে সাত নম্বরে নেমে ডারবানে সর্বোচ্চ টেস্ট ইনিংস খেলার রেকর্ড গড়েন তিনি।
সেই ২০০৫ সালের জুনে ডারহাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে অ্যান্ড্রু ফ্লিনটফ, স্টিভ হার্মিসন ও ম্যাথু হগার্ডদের বেধড়ক পিটিয়ে ১৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮২ বলে ৮২ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন খেলোয়াড়ি জীবন ছেড়ে কোচিংয়ে নেমে পড়া এই আফতাব।
Discussion about this post