ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সত্যিকার অর্থেই বিস্ময়কর ব্যাটিং। ভারতের দেরাদুনে রীতিমতো রান উৎসব করল আফগানিস্তান। আরেকটু সরাসরি বলা যায় আয়ারল্যান্ডের বোলারদের নিয়ে খেললেন হজরতউল্লাহ জাজাই। তার দাপটেই বিশ্বরেকর্ড গড়ল আফগানিস্তান। আইরিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৩ উইকেটে ২৭৮ রান করে আফগানরা।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে যা যে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। আগের সর্বোচ্চ রানের ইনিংসটি অস্ট্রেলিয়ার। ২০১৬ সালে পালেকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে অজিরা তুলে ৩ উইকেটে ২৬৩ রান।
জাজাইয়ের অসাধারণ ব্যাটিংয়েই নতুন এই বিশ্বরেকর্ডের জন্ম দিয়েছে আফগানরা। তিনি উসমান গনির সঙ্গে উদ্বোধনী জুটিতেও গড়েন রেকর্ড। ১৭.৩ ওভারে তারা তুলেন ২৩৬ রান। এটি টি-টুয়েন্টিতে যে কোনো জুটিরই সর্বোচ্চ রান। এর আগে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও ডার্সি শর্ট করেছিলেন২২৩ রান। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই রেকর্ড গড়েন।
মাত্র ১০ করলেই অ্যারন ফিঞ্চের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে পারতেন জাজাই। গতবছর জিম্বাবুয়ের বিপক্ষে এই অস্ট্রেলিয়ান করেন ১৭২ রান।
৬২ বলে ১৬২ রানে অপরাজিত থাকেন জাজাই। এটি আফগান ব্যাটসম্যানদের মধ্যে টি-টুয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি। ম্যাচে ১৬ ছক্কা হাঁকিয়ে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েন জাজাই। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যারন ফিঞ্চ হাঁকিয়েছিলেন ১৪টি ছক্কা। দলীয় ছক্কারও রেকর্ড গড়ে এদিন আফগানিস্তান। ২২টি ছক্কা হাঁকায় দলটির ক্রিকেটাররা। আর ভেঙ্গে দেন ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের ২১ ছক্কার রেকর্ড।
ম্যাচে ৪২ বলে শতরান করেন বাঁহাতি ওপেনার জাজাই। টি-টুয়েন্টিতে তার চেয়ে কম সেঞ্চুরি করার রেকর্ড দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার এবং ভারতের রোহিত শর্মার। দু’জনই ৩৫ বলে তিন অঙ্কে পা রাখেন।
Discussion about this post