বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বুধবার বিকেলে ঢাকায় এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিকেল সোয়া চারটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। প্রস্তুতির জন্য ভারত চলে এসেছিল আফগানরা। ভারতে ১৫ দিনের ক্যাম্প করে তারা। মাসে ৭৫ লাখ রুপিতে ভাড়া নেয় গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্স। সেখান থেকেই রাজধানী পা রাখল দল।
বাংলাদেশ সফরে এসেছে মোট ২৩ সদস্যের আফগানিস্তান দল। রয়েছে ৬ সদস্যের কোচিং স্টাফ। মোহাম্মদ আসগর স্টানিকজাই রয়েছেন দেলটির অধিনায়কের দায়িত্বে।
বৃহস্পতিবার বাংলাদেশের মাটিতে সিরিজ-পূর্ব অনুশীলনে নামবে তারা। শুক্রবার বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন আসগর স্টানিকজাইরা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে ম্যাচটি।
২৫ ও ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দিবারাত্রির ম্যাচগুলো দুপুর আড়াইটায় শুরু হবে। প্রতিটি ম্যাচের জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছে।
এরপরই ৩০ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল। তাদের সঙ্গে ৩ ম্যাচ ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে টাইগাররা।
আফগানিস্তান দল-
আসগর স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, রহমত শাহ, মীরওয়েজ আশরাফ, দৌলত জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খান, হাসমতউল্লাহ শাইদি, ফরিদ আহমেদ, আমির হামজা, নাজিবুল্লাহ জাদরান, নওরোজ মঙ্গল, নাভিনুল হক, করিম জানাত, সাব্বির নুরি, ও ইহসান উল্লাহ জানাত।
Discussion about this post