১৫ বছর পর ফের শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিল আরামবাগ ক্রীড়া সংঘ। আত্মবিশ্বাসটাও আকাশ ছোঁয়া ছিল তাদের। কিন্তু ফাইনালে এসে সব শেষ! ঢাকা আবাহনীর ১-০ গোলে জিতে পেল ফেডারেশন কাপের শিরোপা। এনিয়ে টুর্নামেন্টের নবম শিরোপা জিতল ধানমন্ডির ক্লাবটি।
২০১০ সালের পর এবারই প্রথম ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল আবাহনী। উঠেই ট্রফি। এর আগে ১৯৮২, ৮৫, ৮৬, ৮৮, ৯৭, ৯৯ ও ২০০০ ও ২০১০ সালে টুর্নামেন্টের শিরোপা জিতেছিল তারা।
চ্যাম্পিয়ন দল আবাহনী পেয়েছে ৫ লাখ টাকার প্রাইজমানি। আর রানার্স আপ আরামবাগকে দেয়া হয়েছে ৩ লাখ টাকার প্রাইজমানি। এছাড়া ফাইনালে ম্যাচসেরা হয়েছেন গোলদাতা আবাহনীর ইংলিশ স্ট্রাইকার লি টাক।
এদিকে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টের পুরষ্কার জিতেছেন দুই বিদেশি।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন আবাহনীর সানডে চিজোবা। পুরষ্কার হিসেবে তাকে দেয়া হয়েছে ২৫ হাজার টাকার প্রাইজমানি। সঙ্গে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে একটি এলইডি টেলিভিশন।
অন্যদিকে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হলেন আরামবাগ ক্রীড়া সংঘের কেস্টার অ্যাকন। মোট ৪টি গোল করেছেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। পুরষ্কার পেলেন ২৫ হাজার টাকা ও ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে একটি এলইডি টেলিভিশন।
দেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ৩টি গোল করেছেন টিম বিজেএমসির ফরোয়ার্ড মেহেদী হাসান তপু। আর শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে ডিফেন্ডার ইয়াসিন খান করেন ২টি গোল।
ফেডারেশন কাপের ফেয়ার প্লে’র ট্রফি পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
Discussion about this post