জাতীয় দলে খেলার পথে আরো একধাপ এগিয়ে গেলেন তিনি। অবশ্য মোহাম্মদ আব্দুল মজিদকে আগেই নজরে রেখেছিলেন নির্বাচকরা। বিসিবি একাদশের হয়ে সুযোগ পেয়েই আস্থার প্রতিদান দিলেন ময়মনসিংহের এই ক্রিকেটার।
রোববার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দুর্দান্ত ব্যাট করেন তিনি। ইংল্যান্ড একাদশের বিপক্ষে প্রথম দফায় ৮৬ বলে খেলেন ৯২ রানের দারুণ এক ইনিংস। তারপর সতীর্থদের সুযোগ দিতে স্বেচ্ছায় অবসর নেন তিনি। বিকেলের দ্বিতীয়বার ব্যাট করতে নেমে তুলে নেন সেঞ্চুরি।
স্টিভেন ফিনের করা ম্যাচের ৬৫তম ওভারের দ্বিতীয় বলে একটি রান নিয়ে নিজের শতক তুলে নেন মজিদ। আউট হন ১০৬ রানে।
মজিদ রান পেলেও বিসিবি একাদশ অধিনায়ক সৌম্য সরকার ১৭ বল খেলে মাত্র ৪ রানেই আউট হয়ে যান তিনি।
ব্যক্তিগত ১০৬ রানের মাথায় স্টুয়ার্ট ব্রডের দারুণ ডেলিভারিতে অলআউট হয়ে যান মজিদ। ঘরোয়া ক্রিকেটে তিনি ঢাকা ডিভিশন, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির এই ব্যাটসম্যান ৪২টি ফার্স্ট ক্লাস ম্যাচে ১৩টি হাফ-সেঞ্চুরি ও ৬টি সেঞ্চুরি করেছেন। তার সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৫৩।
লিস্ট এ ক্রিকেটেও ৯টি হাফ-সেঞ্চুরি ও চারটি সেঞ্চুরি রয়েছে তার। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও মজিদ ১৬ ম্যাচে ৪৪.১২ গড়ে ৭০৬ রান করেন।
Discussion about this post