টি-টুয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ।
জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ৪ উইকেটে তারা হারাল স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। তাতেই ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজ।
টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৩১ রান তুলে দক্ষিণ আফ্রিকা। যা কীনা টি-টুয়েন্টিতে তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান।
ইতিহাস জানাচ্ছে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ভারতের। ২০০৯ সালের মোহালিতে শ্রীলঙ্কার ২০৭ রানের লক্ষ্য তাড়া করে জিতে তারা। এবার সেই রেকর্ড ভাঙ্গলেন ক্রিস গেইল আর মারলন স্যামুয়েলসরা।
৪১ বলে ৯০ রান করেন গেইল। ৩৯ বলে ৬০ স্যামুয়েলস।
তাদের ঝড়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ২৩১/৭ (প্লেসিস ১১৯, মিলার ৪৭; ব্র্যাভো ২/৩২, হোল্ডার ২/৪০, বেন ১/৪২)
ওয়েস্ট ইন্ডিজ: ১৯.২ ওভারে ২৩৬/৬ (গেইল ৯০, স্যামুয়েলস ৬০, স্যামি ২০*, রামদিন ৭*; ওয়াইস ৩/৪৩)
ফল: ৪ উইকেটে জয়ী উইন্ডিজ
ম্যাচসেরা: ক্রিস গেইল।
Discussion about this post