আজ পর্যন্ত কোনো পাকিস্তানি ক্রিকেটারের জীবনে যা ঘটেনি তাই ঘটতে চলেছে তার জীবনে। আগামী মাসেই পাকিস্তানের টক অব দ্য টাউন হবেন শহিদ আফ্রিদি। ক্রিকেটারের জীবনী অবলম্বনে তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ সিনেমা। যা দুটি ভাষায় তৈরি হচ্ছে। ইংরেজিতে ছবির নাম ‘আই অ্যাম আফ্রিদি’। আর হিন্দিতে নাম ‘ম্যায় হু শহিদ আফ্রিদি’।
করাচিসহ পাকিস্তানের বড় বড় শহরে ছবির পোস্টার লেগে গেছে। আসছে ঈদেই ছবিটি মুক্তি পাবে।
সিনেমাটির বিষয়বস্তু হল-এক তরুণ ক্রিকেটার আফ্রিদি হয়ে উঠতে চায়। তার লড়াই, বারবার পড়ে যাওয়া, আবার উঠে আসা, তাকে ঘিরে ভক্তদের মায়াবি মুগ্ধতা এসব নিয়েই পুরো ছবি। একেবারে আফ্রিদির জীবন কাহিনী। ছবির প্রযোজক হুমায়ুন সাঈদ বলিউডের সঙ্গেও জড়িত। আফ্রিদিকে তিনি বারবার অনুরোধ করেছিলেন ছবির নাম ভূমিকায় অভিনয় করার জন্য। অনুরোধ করেছিলেন ছবির পরিচালক জাভেদ শেখও। কিন্তু পাকিস্তান ক্রিকেট তারকা রাজি হননি। পাকিস্তান ক্রিকেটের ‘পিনআপ বয়’ সাফ বলে দেন-তাদের পশতু বংশে ফিল্মে অভিনয় করা নিষিদ্ধ। এমনকি সামাজিকভাবেও গর্হিত কাজ হিসেবে দেখা হয়। তাই শোয়েব হাবিব নামে এক তরুণ সিনেমাটিতে আফ্রিদির ভূমিকায় অভিনয় করেছেন।
তবে ছবির চিত্রনাট্য অনেকবারই শোনানো হয়েছে আফ্রিদিকে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে পাকিস্তান দল ফিরবে ঈদের আগেই। আর ছবিটির সম্ভাব্য মুক্তির তারিখ ১১ আগস্ট। এর প্রিমিয়ারে আফ্রিদি হাজির থাকবেন বলে কথা দিয়েছেন। চেষ্টা চলছে প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফকেও প্রিমিয়ারে হাজির করানোর। ছবির প্রযোজকরা চাইছেন একই সঙ্গে বলিউডেও মুক্তি দিতে।
Discussion about this post