খেলা শুরুর পর মাঠে অনেক চ্যালেঞ্জই সামাল দিয়েছেন তিনি। ক্যারিয়ার একাধিকবার শঙ্কায়ও পড়েছে! কিন্তু সব কিছু পেছনে ফেলে সামনে এগিয়ে গেছেন রুবেল হোসেন। এবার মনে হচ্ছে বেশ ভাল করেই ফেঁসে গেলেন এই পেসার। সেটা অবশ্য মাঠের ক্রিকেটে নয়, মাঠের বাইরের এক ঘঠনা জাতীয় দলের এই তারকার জীবনটা প্রায় এলোমেলো করে দিল।
নারী নির্যাতনের মামলা হল রুবেল হোসেনের বিরুদ্ধে। অভিযোগকারী নাজনীন আক্তার হ্যাপী। ২১ বছর বয়সী চলচ্চিত্র অভিনেত্রী। মিরপুর থানায় তার অভিযোগ-রুবেল বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলেন।
গত শনিবার এই মামলা করেন হ্যাপি।
এ সময় তিনি যেমনটা বলছিলেন- ফেসবুকের মাধ্যমে রুবেলের সঙ্গে তার পরিচয়। সেটা বছর খানেক আগের কথা। এরপর গত নয় মাস ধরে তাদের ঘনিষ্টতা বাড়তে থাকে।
হ্যাপি বলছিলেন, ”হঠাৎ করে কিছুদিন আগে আমাদের সমস্যা দেখা দেয়। জানতে পারি রুবেল আরেক মেয়ের প্রেমে পড়েছেন। এরপরই ও আমাকে এড়িয়ে চলতে শুরু করে। অথচ বিয়ের কথা বলে আমার সঙ্গে ঘনিষ্ট হয়েছে রুবেল।”
এ অবস্থায় রুবেলকে আলটিমেটাম দিলেন হ্যাপি। জানালেন-বিয়ে করলে মামলা তুলে নেবেন।
তার আগে অবশ্য মামলার আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করিয়েছেন হ্যাপি। জানিয়েছেন শুধু শারিরীক প্রমানই নয়, প্রেমের অনেক নিদর্শনই দেখাতে পারবেন তিনি। রুবেলকে চ্যালেঞ্জ জানিয়ে বললেন- এখন ও ডাক্তারি পরীক্ষা দিলেই সব পরিস্কার হয়ে যাবে।”
এখনো তিনি মন প্রান দিয়ে রুবেলকে ভালবাসেন। সংবাদ মাধ্যমকে হ্যাপি জানালেন-”আমি রুবেলকে খুবই ভালবাসি। তাইতো সমঝোতা চাইছি। ও আমাকে বিয়ে করলেই মামলা তুলে নেবো। বিয়ে না করলে তাকে প্রতারণার শাস্তি পেতে হবে।”
শনিবার মামলা হলেও এক পর্যন্ত গ্রেফতার হননি ২৫ বছর বয়সী রুবেল। এদিকে সোমবার হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নিয়েছেন রুবেল।
হঠাৎ করেই রুবেলকে জড়িয়ে আলোচনায় আসা তরুনী হ্যাপি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। এরইমধ্যে তিনি ‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। বেশ কয়েকটি সিনেমা মুক্তির মিছিলে আছে।
Discussion about this post