আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ বিশ্বকাপ ক্রিকেটের উৎসব। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্টেয় ওয়ানডে ক্রিকেটের বিশ্ব শ্রেষ্টত্বের লড়াইয়ের জন্য এখনই প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল।
এইতো শনিবার ঘোষিত হল বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল।
সেই দলে অবশ্য নেই অফস্পিনার সোহাগ গাজী। তিনি অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ।
প্রাথমিক দলে প্রথমবারের মতো ডাক পেলেন লিটন কুমার দাস এবং মোহাম্মদ শহীদ।
বিশ্বকাপ ক্রিকেটে ‘এ’ গ্রুপে বাংলাদেশ লড়বে- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও স্কটল্যান্ডের সঙ্গে।
প্রাথমিক দল–
মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মার্শাল আইয়ুব, এনামুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন, ইলিয়াস সানি, জিয়াউর রহমান, লিটন কুমার দাস, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, আল আমিন, মুমিনুল হক, শামসুর রহমান, মুক্তার আলী, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আবুল হাসান, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, নাঈম ইসলাম, জুবায়ের হোসেন এবং মোহাম্মদ শহীদ।
Discussion about this post