অবশেষে দেশের বাইরে ক্রিকেট লিগ খেলার নিষেধাজ্ঞাও উঠে গেল সাকিব আল হাসানের। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে দেখা যাবে তাকে। ১৮ ডিসেম্বর থেকে পরের বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার হবে এ টুর্নামেন্ট। গতবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের খেলেছিলেন সাকিব।
জানা গেল লিখিত বা মৌখিক সম্মতিতে সাকিবের ওপর থেকে সর্বশেষ নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভার আগেই মুক্তি পেলেন সাকিব।
মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন, সাকিব বিগ ব্যাশে খেলতে পারেন।
এইতো এ বছরের ৭ জুলাই শৃঙ্খলাভঙ্গের কারন দেখিয়ে সাকিবকে ৬ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করে বিসিবি। আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বাইরে কোনো টুর্নামেন্টে খেলার জন্য তাকে অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ারও শাস্তিও এই অলরাউন্ডারকে দেয় তারা।
এরপর অবশ্য লঘু পাপে গুরুদন্ড দেওয়ায় সমালোচনায় পড়তে হয় বিসিবিকে। শেষ পর্যন্ত তার শাস্তির মেয়াদ কমায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ১৫ সেপ্টেম্বর থেকে দেশের হয়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে খেলার ওপর নিষেধাজ্ঞা তুলে উঠে যায় সাকিবের। তবে দেশের বাইরে খেলা নিয়ে নিষেধাজ্ঞাটা বহাল ছিল।
কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে দুর্দান্ত খেলা সাকিব অবশেষে পুরস্কার পাচ্ছেন সাকিব। এখন অবশ্য তিনি ব্যস্ত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট নিয়ে। খেলছেন লিজেন্ডস অব রূপগঞ্জে।
এদিকে আইসিসি ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে চার ধাপ উঠে এসেছেন সাকিব। অস্ট্রেলিয়ার মিচেল জনসনের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে আছেন তিনি।
Discussion about this post