জয়টাকে রীতিমতো অভ্যাসে পরিনত করেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। এবার ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা ৫ ম্যাচে জয়। রীতিমতো ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছিল তারা। কিন্তু বৃহস্পতিবার ষষ্ঠ ম্যাচে এসে হেরে গেল গতবারের চ্যাম্পিয়নরা। পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা ব্রাদার্স ইউনিয়নের কাছে ৫ উইকেটে হেরেছে তারা।
সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রূপগঞ্জ ৪৯.১ ওভারে অলআউট হয়ে তুলে ১৯২ রান। মাশাররফ রুবেল ছাড়া বাকি সব ব্যাটসম্যান ব্যর্থ। তিনি করেন ৮০ রান। ৪৪ জহুরুল।
জবাব দিতে নেমে ব্রাদার্স দেখেশুনে খেলেছে। আর ৪৭.২ ওভারে তারা পেয়ে যায় জয়ের দেখা। হারায় ৫ উইকেট।
এ অবস্থায় ষষ্ঠ রাউন্ডে এসে প্রথম হারের শিকার লিজেন্ডস অব রূপগঞ্জ এখনও পয়েন্টের শীর্ষে। ৬ ম্যাচে মাত্র দুই জয় নিয়ে ১২ দলের লিগ টেবিলে ব্রাদার্স এখন ১০ নম্বরে।
সংক্ষিপ্ত স্কোর
লিজেন্ডস অব রূপগঞ্জ : ১৯২/১০, ৪৯.১ ওভার (জহুরুল ৪৪, মোশাররফ রুবেল ৮০, আসিফ ৩/২১, সাদিকুর ২/১৬, নাজমুস সাদাত ২/৪৫)।
ব্রাদার্স : ১৯৪/৫, ৪৭.২ ওভার (নাজিমউদ্দিন ৫১, লিয়াম ৫১, ইয়াসির ৩১; মোশাররফ ২/২৭)।
ফল : ব্রাদার্স ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : জোসেফ লিয়াম।
প্রাইম ব্যাংক হারাল দোলেশ্বরকে
প্রাইম দোলেশ্বরের বিপক্ষে বৃহস্পতিবার প্রাইম ব্যাংক ক্রিকেট একাডেমি ৬ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে। ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে দোলেশ্বর তুলে ১৯০ রান। জবাববে ৪৫.৩ ওভারে ৪ উইকেট খুইয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর : ১৯০/১০, ৪৮ ওভার (মালান ৭০, রনি ৩৪; এনামুল ৪/৩৭, তাইজুল ২/৩৫)।
প্রাইম ব্যাংক : ১৯২/৪, ৪৫.৩ ওভার (সৌম্য সরকার ৫৫, শুভগত ৫১*, তাইবুর ৪২*, সাদমান ৩০; সানজামুল ২/৫৩)।
ফল : প্রাইম ব্যাংক ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : এনামুল হক জুনিয়র।
জিতল কলাবাগান ক্রিকেট একাডেমি
প্রিমিয়ার ক্রিকেট লিগের দিনের আরেক ম্যাচে শেখ জামালের বিপক্ষে ৯৬ রানে জিতল কলাবাগান ক্রিকেট একাডেমি।
কলাবাগান প্রথমে ব্যাট করতে নেমে তুলে ২৩৯ রান। জবাবে জামাল অলআউট ১৪৩। চলতি লিগে ছয় ম্যাচে চার জয় নিয়ে কলাবাগান ক্রিকেট একাডেমির চোখে সুপার লিগে খেলার স্বপ্ন দেখছে।
সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান ক্রিকেট একাডেমি : ২৩৯/৮, ৫০ ওভার (মাহমুদুল হাসান ৮১, নাফিস ইকবাল ৬৪, নাজমুল ৪৬; সোহাগ গাজী ৫/৬৩)।
শেখ জামাল : ১৪৩/১০, ৪০ ওভার (অমিত ৫১, শাহরিয়ার ৩৩; শরীফ ৩/২২, বিশ্বজিত ৩/৮, নাবিল ২/২৯)।
ফল : কলাবাগান ক্রিকেট একাডেমি ৯৬ রানে জয়ী।
ম্যাচসেরা : মাহমুদুল হাসান।
Discussion about this post