দুবাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলেননি মোহাম্মদ হাফিজ। খেলার উপায়ও ছিল না। লন্ডনে গিয়ে বোলিংয়ের পরীক্ষা দিতে হয়েছে তাকে। তার বিরুদ্ধে বোলিংয়ে চাকিংয়ের অভিযোগ উঠেছে। আর কিউইদের বিপক্ষে শারজায় তৃতীয় ও শেষ টেস্টে সুযোগ পেয়েই ঝলসে উঠলেন তিনি। শারজা টেস্টের প্রথম দিন হাফিজের ব্যাটে অপরাজিত ১৭৮ রান। তাতেই বুধবার দিনশেষে ৩ উইকেটে পাকিস্তানের ১ম ইনিংসে রান ২৮১। অপরাজিত ৩৮ রান নিয়ে হাফিজের সঙ্গে আছেন অধিনায়ক মিসবাহ উল হক।
কিউইদের বিপক্ষে আবুধাবিতে প্রথম টেস্টে হাফিজ করেছিলেন ৯৬ এবং অপরাজিত ১০১ রান।
ড্যানিয়েল ভেট্টোরি নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক ১১২ টেস্ট খেলার রেকর্ড গড়েছেন এই ম্যাচে। তার আগে সাবেক কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিং খেলেছিলেন ১১১ টেস্ট। ভেট্টোরি অবশ্য মোট টেস্ট খেলেছেন ১১৩টি। বিশ্ব একাদশের হয়ে একটি টেস্ট খেলেছেন।
সিরিজে ১-০’তে এগিয়ে আছে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস: ২৮১/৩ (হাফিজ ১৭৮ ব্যাটিং, মিসবাহ ৩৮ ব্যাটিং, আজহার ৩৯; ক্রেগ ২/৬৭, ভেট্টোরি ১/২৮)।
Discussion about this post