সেই একই গল্প। একই দাপট আরো একটা ম্যাচে। ঢাকার পর খুলনা। এরপর চট্রগ্রাম। ফের ঢাকায় ফিরেও আগেরই চেহারায় বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে তারা ১২৪ রানের বড় ব্যবধানে হারাল জিম্বাবুয়েকে। এমন দাপুটে জয় দিয়ে দুই ম্যাচ আগেই
ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।
পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে মাশরাফি বিন মর্তুজার দল।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৯৭ রান তুলে বাংলাদেশ। জবাবে ৩৯.৫ ওভারে ১৭৩ রানে অলআউট জিম্বাবুয়ে।
পথটা তৈরি করে দিয়েছিলেন দুই ওপেনার তামিম ইকবাল এবং এনামুল হক। সেই পথে এগিয়ে বড় সংগ্রহ গড়ল বাংলাদেশ। জিম্বাবুয়েকে তৃতীয় ওয়ানডেতে ২৯৮ রানের বিশাল এক লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।
বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ৫০ ওভারে তুলে ২৯৭ রান।
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও দলকে দুর্দান্ত সূচনা এনে দেন তামিম ইকবাল এবং এনামুল হক। দুজন প্রথম উইকেট জুটিতে জমা করেন ১২১ রান।
তামিম ইকবাল ৪০ ও এনামুল হক ৯৫ রানে ফিরে গেছেন সাজঘরে। মুশফিকুর রহীম এবং মাহমুদুল্লাহ দুজনই করেছেন ৩৩ রান। সাকিব আল হাসান করেছেন ৪০। সাব্বির রহমানের ব্যাট আসে ২২ রান।
ব্যাটসম্যানদের পর বোলাররাও ঠিকঠাক কাজ করলেন। ইনফর্ম মাশরাফি শুরুতেই দুই উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা ও ভুসি সিবান্দাকে ফেরালেন। এরপর আর ফেরা হয়নি তাদের।
আরাফাত সানি ২৭ রানে নেন ৪ উইকেট।
পথটা তৈরি করে দিয়েছিলেন দুই ওপেনার তামিম ইকবাল এবং এনামুল হক। সেই পথে এগিয়ে বড় সংগ্রহ গড়ল বাংলাদেশ। জিম্বাবুয়েকে তৃতীয় ওয়ানডেতে ২৯৮ রানের বিশাল এক লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।
বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ৫০ ওভারে তুলে ২৯৭ রান।
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও দলকে দুর্দান্ত সূচনা এনে দেন তামিম ইকবাল এবং এনামুল হক। দুজন প্রথম উইকেট জুটিতে জমা করেন ১২১ রান।
তামিম ইকবাল ৪০ ও এনামুল হক ৯৫ রানে ফিরে গেছেন সাজঘরে। মুশফিকুর রহীম এবং মাহমুদুল্লাহ দুজনই করেছেন ৩৩ রান। সাকিব আল হাসান করেছেন ৪০। সাব্বির রহমানের ব্যাট আসে ২২ রান।
এবার টস ভাগ্য জিম্বাবুয়ের হয়ে কথা বলল। সফরকারীরা বুধবার সিরিজের তৃতীয় তৃতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
বেলা সাড়ে বারোটায় শুরু হওয়া খেলায় বাংলাদেশ দলে একটি পরিবর্তন ছিল। আল-আমিন হোসেনের বদলে দলে আরেক পেসার শফিউল ইসলাম। জিম্বাবুয়ে দল থেকে বাদ পড়েছেন-সিকান্দার রাজা, জন নিউম্বু ও টেন্ডাই চাটারা। দলে এসেছেন নেভিল মাডজিভা, টিমিসেই মারুমা, অভিষেক হয়েছে পিটার মুর।
২০১০ সালের পর এই প্রথম জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৭/৬ (তামিম ৪০, এনামুল ৯৫, মুমিনুল ১৫, সাকিব ৪০, মুশফিক ৩৩, মাহমুদুল্লাহ ৩৩*, সাব্বির ২২, মাশরাফি ২*; পানিয়াঙ্গারা ২/৫৪)
জিম্বাবুয়ে: ৩৯.৫ ওভারে ১৭৩/১০ (টেলর ২৮, চিগুম্বুরা ৫৩*; সানি ৪/২৭, রুবেল ২/২২, মাশরাফি ২/২৪, সাকিব ১/১৯, মাহমুদুল্লাহ ১/২৯)
ফল: বাংলাদেশ ১২৪ রানে জয়ী
ম্যাচসেরা: এনামুল হক।
সিরিজ: বাংলাদেশ ৫ ম্যাচের সিরিজে ৩-০’তে এগিয়ে।
Discussion about this post