জয়টাকে সত্যিকার অর্থেই অভ্যাসে পরিনত করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ (এলআর)। এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তুলে নিয়েছে টানা ৫ জয়। পাঁচে পাচ!
গতবারের চ্যাম্পিয়নরা এবারো দাপটে এগিয়ে যাচ্ছে। সোমবার বিকেএসপিতে ভিক্টোরিয়াকে ৭ উইকেটে হারিয়েছে তারা। এজয়ে পয়েন্ট তালিকার শীর্ষে যথারীতি এলআর। একইসঙ্গে লিগের একমাত্র অপরাজিত দলও তারা।
লিজেন্ডস অব রূপগঞ্জের জয়ের নায়ক জহুরুল ইসলাম অমি। ৯৫ রান করেছেন এ ওপেনার।
ভিক্টোরিয়ার প্রথমে ব্যাট করতে নেমে তুলে ১৯১ রান। দলের নাদিফ চৌধুরী করেন ৫৭ রান। এনামুলের ব্যাটে ৪২। আর শহীদ ৩০ রানে নেন ৪ উইকেট।
লিগে পাঁচ ম্যাচে এটি ভিক্টোরিয়ার তৃতীয় হার।
সংক্ষিপ্ত স্কোর-
ভিক্টেরিয়া : ১৯১/৭, ৫০ ওভার (নাদিফ ৫৭, এনামুল জুনিয়র ৪২*, সোহরাওয়ার্দী শুভ ৩৭; শহীদ ৪/৩০)। লিজেন্ডস অব রূপগঞ্জ : ১৯২/৩, ৪৬.১ ওভার (জহুরুল ৯৫, জুনায়েদ ২৪, জায়েদি ৪৪*; মার্শাল আইয়ুব ২/২১)।
ফল : লিজেন্ডস অব রূপগঞ্জ ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : জহুরুল ইসলাম।
জিতল কলাবাগান সিএ
নাটকীয়তায় ঠাসা এক ম্যাচ। বোঝাই যাচ্ছিল না জিততে যাচ্ছে কারা। শেষ পর্যন্ত ফেভারিট প্রাইম দোলেশ্বরকে চমকে দিল কলাবাগান ক্রিকেট একাডেমি। ৪ রানে ম্যাচ জিতেছে নতুন মালিকানায় আসা দলটি।
ফতুল্লার উইকেট লো স্কোরের উইকেটে কলাবাগান প্রথমে ব্যাট করতে নেমে তুলে ২০৮ রান। ইরফান ৭২। ইলিয়াসান ৩৬ রান দিয়ে নেন ৪ উইকেট। জবাব দিতে নেমে প্রাইম দোলেশ্বর তুলে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ রান।
লিগে পাঁচ ম্যাচে এটি তাদের তৃতীয় জয়। সমান ম্যাচে প্রাইম দোলেশ্বরের দ্বিতীয় হার।
সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান ক্রিকেট একাডেমি : ২০৮/১০, ৪৯.৪ ওভার (ইরফান সুক্কুর ৭২, ইমতিয়াজ ৩৮, মেহেদি হাসান ৩২; ইলিয়াস সানি ৪/৩৬, হাবিবুর ৩/৫১, মুকতার আলী ২/২১)। প্রাইম দোলেশ্বর : ২০৪/৭, ৫০ ওভার (মেহেদি মারুফ ৪২, জুবায়ের ৪১, মিজানুর ২১, আসিফ ২১, মুকতার ২০*; মেহেদি হাসান ২/২৭)।
ফল : কলাবাগান ক্রিকেট একাডেমি ৪ রানে জয়ী। ম্যাচসেরা : ইরফান সুক্কুর।
শেখ জামালের জয়
ব্রার্দাস ইউনিয়নের বিপক্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাব জিতল ৭ উইকেটে। টসে জিতে ব্যাটিং নেমে ব্রাদার্স তুলে ২১৯ রান। জবাবে ৪৮.৪ ওভারে লক্ষ্যে পৌছে যায় শেখ জামাল।
লিগে ৫ ম্যাচে এটি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের তৃতীয় জয়। সমান ম্যাচে ব্রাদার্সের চতুর্থ হার।
সংক্ষিপ্ত স্কোর
ব্রার্দাস ২১৯/৮ (৫০ ওভারে, ইয়াসির ৩৬, রোমান ৩৪, সজীব ৪/৪০)।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ২২১/৩ (৪৮.৪ ওভারে, মায়সুকুর ৮৭, শাহরিয়ার ৭৫*)।
ফল: শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা: শাহরিয়ার নাফীস।
Discussion about this post