একেই বলে প্রত্যাবর্তন! ব্যাটে-বলে সেরা চমক। তিন টেস্টের সিরিজে ১৮ উইকেট আর ২৫১ রান। তাতেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরা সাকিব আল হাসান।
অথচ কিছুদিন আগেও ক্যারিয়ারটাই হুমকির মুখে ছিল। এমন কী এই সিরিজটাও খেলার কথা ছিল না তার।
শৃংখলা ভঙ্গের ঠুনকো কারন দেখিয়ে তাকে ৬ মাসের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করেছিল ক্রিকেট বোর্ড। পরে সবার চাপে শাস্তি কমায় বিসিবি।
প্রত্যাবর্তন সিরিজেই বাজিমাত এই অলরাউন্ডারের। জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ তে রেকর্ড জয়ে দারুণ অবদান রেখেছেন এ অলরাউন্ডার।
চলুন দেখে নেই সাকিবের পারফরম্যান্স-
৩ টেস্টে ৬ ইনিংসে এক সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিসহ ৪১.৮৩ গড়ে ২৫১ রান। সেরা ১৩৭।
বোলিংয়ে ১৮.২৭ গড়ে ১৮ উইকেট। ইনিংস সেরা ৬/৫৯; সেঞ্চুরি ও ১০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান সাকিব।
আর তাতেই ভারতের রবিচন্দন অশ্বিনকে পেছনে ফেলে উঠে যান আইসিসি অলরাউন্ডারদের রেংকিংয়ের শীর্ষে।
রোববার চট্রগ্রাম টেস্ট শেষে বলছিলেন, ‘দেখুন দলের জন্য কিছু অবদান রাখতে পেরেছি এটাই বড় তৃপ্তি। আমি তো মনে করি তারই স্বীকৃতি পেলাম।’
আর তাতে বেশ খুশি তিনি। জানালেন, ‘আসলে যখন আমি ভালো খেলি না, অথবা দলের হয়ে অবদান রাখতে পারি না, তখন খুবই খারাপ লাগে।’
Discussion about this post