পার্থের গতিময় ওয়াকা গ্রাউন্ড। বলা হয়ে থাকে পেস বোলারদের স্বর্গরাজ্য। শুক্রবার সেখানে গতির লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে হারল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ৩২ রানে হারাল অজিরা।
ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠা দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকরা ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলে ৩০০ রান। ওপেনার ডেভিড ওয়ার্নার ৪৬ এবং অ্যারন ফিনচ ৩৫ রান করেন। জর্জ বেইলি করেন ৭০ রান। ৪ উইকেট নেন ভারনন ফিল্যান্ডার।
তোলে ৮ উইকেট খরচায়।
জবাবে ৪৮.১ ওভারে দক্ষিণ আফ্রিকা অল আউট ২৬৮ রানে। ডি ভিলিয়ার্স করেন ৮০। মিলার ৬৫।
এই জয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০’তে এগিয়ে গেল অজিরা। সিরিজের পরের ম্যাচ ১৬ নভেম্বর।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ৩০০/৮, ৫০ ওভার (বেইলি ৭০, ওয়ার্নার ৪৬, ফিনচ ৩৫, ওয়েড ৩৫, ম্যাক্সওয়েল ২৯; ফিল্যান্ডার ৪/৪৫, স্টেইন ২/৬২)।
দ. আফ্রিকা : ২৬৮/১০, ৪৮.১ ওভার (ডি ভিলিয়ার্স ৮০, মিলার ৬৫, প্লেসিস ৩১, মর্নে মরকেল ২২, ইমরান তাহির ২২; কোল্টার-নিল ৪/৪৮, জনসন ২/৩৮)।
ফল : অস্ট্রেলিয়া ৩২ রানে জয়ী।
ম্যাচসেরা: নাথান কোল্টার নিল।
Discussion about this post