মনে হচ্ছিল যেন হাইলাইটস চলছে! চার-ছক্কার ফুলঝুরি! রীতিমতো অবিশ্বাস্য। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনে নতুন এক রেকর্ডের জন্ম দিলেন রোহিত শর্মা।
শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে খেললেন ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস। ভারতের এই উদ্বোধনী ব্যাটসম্যানের ব্যাট থেকে এলো ১৭৩ বলে ২৬৪ রান। বিশ্বরেকর্ড!!
তাতেই তিনি ভাঙ্গলেন ভারতেরই আরেক মারকুঠে ব্যাটসম্যান বীরেন্দর শেবাগের রেকর্ড। সেই রেকর্ডটি ছিল ২১৯ রানের। ২০১১ সালের ৮ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ইনিংস খেলেন শেবাগ।
এটি রোহিতের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে এমন রেকর্ড কারো নেই। এমন কী ১৫০ ছাড়ানো ইনিংসও কেউ খেলতে পারেনি। এর আগে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি করেন ২০৯ রান। ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরিটি শচীন টেন্ডুলকারের।
রোহিতের ব্যাটিং ঝড়ে ইডেনে সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে ভারত তুলল ৪০৪ রান। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা অলআউট ২৫১ রানে। ১৫৩ রানের সহজ জয় ভারতের।
৫ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন তাদের ৪-০ লিড।
ওয়ানডেতে ৪ ডাবল সেঞ্চুরিয়ান
খেলোয়াড় দেশ রান বল প্রতিপক্ষ সাল
রোহিত শর্মা ভারত ২৬৪ ১৭৩ শ্রীলঙ্কা ২০১৪
বীরেন্দ্র শেবাগ ভারত ২১৯ ১৪৯ ওয়েস্ট ইন্ডিজ ২০১১
রোহিত শর্মা ভারত ২০৯ ১৫৮ অস্ট্রেলিয়া ২০১৩
শচীন টেন্ডুলকার ভারত ২০০* ১৪৭ দক্ষিণ আফ্রিকা ২০১০
ওয়ানডেতে ৪০০ পেরোনো ইনিংস
দেশ রান প্রতিপক্ষ ভেন্যু সাল
শ্রীলঙ্কা ৪৪৩/৯ নেদারল্যান্ডস আর্মস্টারডাম ২০০৬
দক্ষিণ আফ্রিকা ৪৩৮/৯ অস্ট্রেলিয়া জোহানেসবার্গ ২০০৬
অস্ট্রেলিয়া ৪৩৪/৪ দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ ২০০৬
দক্ষিণ আফ্রিকা ৪১৮/৫ জিম্বাবুয়ে পোচেফস্ট্র–ম ২০০৬
ভারত ৪১৮/৫ ওয়েস্ট ইন্ডিজ ইনডোর ২০১১
ভারত ৪১৪/৭ শ্রীলঙ্কা রাজকোট ২০০৯
ভারত ৪১৩/৫ বারমুডা পোর্ট অব স্পেন ২০০৭
শ্রীলঙ্কা ৪১১/৮ ভারত রাজকোট ২০০৯
ভারত ৪০৪/৫ শ্রীলঙ্কা কলকাতা ২০১৪
নিউজিল্যান্ড ৪০২/২ আয়ারল্যান্ড এবারডিন ২০০৮
ভারত ৪০১/৩ দক্ষিণ আফ্রিকা গোয়ালিয়র ২০১০
Discussion about this post