আরো একবার মানজারুল ইসলাম রানার স্মৃতি ফিরে এলো। শুক্রবার পাওয়া খুলনায় টেস্টের ১৬২ রানের দারুণ এই জয়টি প্রয়াত ক্রিকেটারকে উৎসর্গ করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
যে মাঠে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট হল সেই শেখ আবু নাসের স্টেডিয়ামের পাশেই মানজার রানাদের বাড়ি। কাল প্রয়াত ক্রিকেটারের বাড়িতে গেলেন বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। যার প্রিয় শিষ্য ছিলেন সেই অলরাউন্ডার। তার সঙ্গে গেলেন দুই নির্বাচক হাবিবুল বাশার, ফারুক আহমেদ এবং মিনহাজুল আবেদিন নান্নু আর হোয়াটমোরের সহ ধারাভাস্যকার আতহার আলি। তারা মানজার রানার মা জামিলা খাতুনের সঙ্গে দেখা করেন। কথা বলেন।
এবার তার সতীর্থরাও শ্রদ্ধা জানাল। প্রিয় বন্ধুর জন্য উৎসর্গ করল দারুণ এই জয়।
মাত্র ২২ বছর বয়সেই রানা চলে যান না ফেরার দেশে।
ইতিহাসে সবচেয়ে কম বয়সে মারা যাওয়া টেস্ট ক্রিকেটার তিনিই। ২০০৭ সালের ১৬ মার্চ খুলনার ডুমুরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান রানা।
ছয় টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলেছেন এই অলরাউন্ডার।
Discussion about this post