জিতেও লাভ হল না। ফাইনালে উঠা হচ্ছে না বিসিবি একাদশের। আচার্য চ্যালেঞ্জার ট্রফিতে লিগ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে এসে দেখা মিলল জয়ের। বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে ৭৪ রানের জয় তুলে নিল তারা।
এর আগে প্রথম ম্যাচে মুম্বাইয়ের কাছে হারে বিসিবি একাদশ। এরপর কর্নাটকের সঙ্গেও জিততে পারেনি তারা।
কলকাতার ঐতিহ্যবাহী মাঠ ইডেন গার্ডেনসের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হচ্ছে এ টুর্নামেন্ট।
কলকাতার সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে প্রথমে ব্যাট করতে নামে বিসিবি একাদশ দল। ৫০ ওভারে তারা করে ৩০৯ রান। ৭৫ বল খেলে নাসির হোসেন করেন ৭৪ রান। আগের ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৫৬ রানে। টেস্ট দল থেকে বাদ পড়ে ফর্মের দেখা পেলেন তিনি। টানা দুই ম্যাচে নাসিরের হাফসেঞ্চুরি। নাঈম ইসলাম ৬১ রানে অপরাজিত থাকেন।
জবাব দিতে নেমে বেঙ্গল ৪৮.১ ওভারে অল আউট হয়ে করে ২৩৫ রান। মোহাম্মদ শহীদ নিয়েছেন ২৪ রান দিয়ে ৩ উইকেট। আরাফাত সানি নেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি একাদশ : ২৯৫/৮, ৫০ ওভার (ইমরুল ১৭, এনামুল ৪৪, সাব্বির ১৬, সৌম্য ৪০, নাসির ৭৪, নাইম ৬১*, আবুল হাসান ২৯; ইরেশ সাক্সেনা ৩/৪৩, প্রতাপ সিং ২/৫৯)।
বেঙ্গল : ২২৩/১০, ৪৮.১ ওভার (সুদ্বীপ ৬৬, প্রতাপ ৩৪, অরিন্দম ২৬, শুক্লা ২৫; শহীদ ৩/২৪, আরাফাত ৪/৩৮, নাঈম ২/৫৫)।
ফল : বিসিবি একাদশ ৭৪ রানে জয়ী।
ম্যাচসেরা : নাঈম ইসলাম।
Discussion about this post