সমস্যাটা এর আগেও হয়েছে। সেবার ছিল দেশের মাঠে। তখন বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সারির একটা দল খেলিয়ে সম্মান বেঁচেছিল। কিন্তু এবার মহা কেলেংকারি ঘটতে যাচ্ছে! এই ভারত সফরের আগেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) সঙ্গে খেলোয়াড়দের পাওনা সংক্রান্ত ব্যাপার নিয়ে আগেই সমস্যা তৈরি হয়েছিল। এরই অংশ সিরিজ চলার সময়ই ভারত সফর বাতিল করে দিল তাদের ক্রিকেট বোর্ড।
শুক্রবার ধর্মশালায় দু’দলের সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচ চলার সময়ই এই খবর শোনা গেল।
সিরিজ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবিয় ক্রিকেটাররা । ধর্মশালায় ম্যাচের আগে দুই অধিনায়ক ডোয়াইন ব্রাভো এবং মহেন্দ্র সিং ধোনি টস করতে মাঠে যাওয়ার সময়ই সেটা বোঝা যায়। টসে জিতে ব্রাভো ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। এরপরই মাঠে ধারাভাষ্যকার সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলার ইয়ান বিশপকে ব্র্যাভো বলে ‘আর কিছুক্ষণ বাদেই সাংঘাতিক কিছু একটা ঘটতে যাচ্ছে।’
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই ক্যারিবীয় ক্রিকেটাররা হুমকি দিয়েছিলেন তাদের পাওনা সংক্রান্ত সমস্যার সমাধান না হলে ম্যাচ বয়কট করবেন তারা। সেটাই হল শুক্রবার।
এর আগে কোচিতে প্রথম ওয়ানডে ক্যারিবীয়রা জিতেছিল বড় ব্যবধানে। দিল্লির ফিরোজ শাহ কোটলায় দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজে সমতা ফিরে ভারত। বিশাখাপত্তমে তৃতীয় ওয়ানডে বাতিল হয়ে যায় ঘূর্ণিঝড় হুদহুদের আক্রমনে।
Discussion about this post