শচীন টেন্ডুলকার আসছেন-সকাল থেকেই রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল সেজে তৈরি। তিনি এলেন। এসেই ফের উড়াল দিলেন ঢাকার পাশের এলাকা রুপগঞ্জে। এরপর বিকেল এই লিজেন্ডের হাত ধরেই পথ চলা শুরু হল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ক্লাব ‘লিজেন্ড অব রূপগঞ্জে’র।
মঙ্গলবার বিকেলে ‘লিজেন্ড অব রূপগঞ্জে’র লগো উন্মোচন করেন শচীন। তুলে ধরা হয় দলের নতুন জার্সি।
বন্ধু লুৎফর রহমান বাদলের আমন্ত্রণে এই সফরে এসেছিলেন শচীন। এই কিংবদন্তির আগমন উপলক্ষে রাজধানীর ৫ তারকা হোটেলটিতে বসেছিল তারার মেলা। যেখানে হাজির ছিলেন সাবেক, বর্তমান সময়ের ক্রিকেটার, কর্মকর্তাসহ নানা অঙ্গনের সেলেব্রেটি আর ব্যবসায়ীরা।
ছিলেন আইসিসির সভাপতি আ হ ম মোস্তফা কামাল, লিজেন্ডস অব রূপগঞ্জ ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান লুৎফর রহমান রহমান বাদল, ক্রীড়া মন্ত্রী বীরেণ শিকদার, এনটিভির চোয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা সাকিব আল হাসান। বিকেলে সোনারগাঁওয়ের বল রুমে সেই তারার মেলায় আরো ছিলেন বিসিবির প্রথম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু এবং বাংলাদেশ জাতীয় দলের প্রথম অধিনায়ক শামীম কবির।
জাতীয় দলের দ্বিতীয় অধিনায়ক রকিবুল হাসানের পাশাপাশি দেখা মিলল জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, সাকিব আল হাসানের।
মঙ্গলবার বেলা ১১টায় বিশেষ একটি ফ্লাইটে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শচীন। এরপরই শুরু হয়ে যায় তার ব্যস্ততা।
সংগত কারনেই ঢাকার কোন ক্লাবের লগো কিংবা জার্সি উন্মোচন নিয়ে আগ্রহ থাকার কথা নয় শচীনের মতো কিংবদন্তি তুল্য ক্রিকেটারের। কিন্তু লুৎফর রহমান বাদলের সঙ্গে তার বন্ধুত্বা অনেক দিনের। যিনি আবার লিজেন্ডস অব রুপগঞ্জের স্বত্বাধিকারি। তারই নিমন্ত্রণে ঢাকায় আসলেন শচীন।
বন্ধুকে দেওয়া কথা রাখলেন এই লিজেন্ডস। অনুষ্ঠান শেষে রাতেই বাংলাদেশ ছেড়েছেন ৪১ বছর বয়সী এই মহাতারকা।
মঙ্গলবার রাতেই বাংলাদেশ ছাড়েন শচীন।
Discussion about this post