‘ডু অর ডাই’ ম্যাচে নিজেদের উজাড় করে দিল বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। প্রথমে মার্শাল আইয়ুবের দারুণ হাফসেঞ্চুরি এরপর স্পিনারদের ঝলক। তাতেই তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ে ‘এ’ দলকে ৩১ রানে হারাল বাংলাদেশ ‘এ’ দল। এ জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতল স্বাগতিকরা। চার দিনের ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে অলআউট হয়ে ৫০ ওভারে দল করে ২৩৯ রান। ৫৭ রান করেন মার্শাল। খেলেন ৭৮ বল। লিটন দাস ৪৬ রান করেন। ফরহাদ রেজার ব্যাট থেকে আসে ৩২।
জবাব দিতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৮ রান করে জিম্বাবুয়ে। ম্যালকম ওয়ালার করেন ৫২ রান। মমিনুল হক ও সোহাগ গাজী তিনটি করে উইকেট নিয়েছেন।
Discussion about this post