ফের ক্রিকেটে ফেরার সম্ভাবনা জাগল মোহাম্মদ আশরাফুলের। ৮ বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে গত জুলাইয়ে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির কাছে আপিল করেছিলেন তিনি। সেই আপিলে মন গলেছে ক্রিকেট কর্তাদের। সোমবার বিসিবি ডিসিপ্লিনারি কমিটি তার নিষেধাজ্ঞার মেয়াদ আট থেকে কমিয়ে পাঁচ বছর করেছে।
এর মধ্যে দুই বছর হল মুলতবি শাস্তি। আর তাতেই সাবেক এই অধিনায়কের ক্রিকেটে ফেরার সম্ভানা তৈরি হল। কেননা, তার বয়স এখন ৩০। শাস্তি কমায় আশরাফুল ২০১৬ সালের ১৩ আগস্টের পর ক্রিকেটে ফিরতে পারবেন। তখন বয়স হবে ৩২। এই সময়টাতে বিসিবি বা আইসিসির কোনো শিক্ষা বা পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে হবে তাকে।
তার মানে আবারো জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে আশরাফুলকে। ফেরার জন্য মরিয়া জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার।
এইতো এই বছর ১৮ জুন রায় ঘোষণা হয়। আন্তর্জাতিক এবং ঘরোয়া সব ধরনের ক্রিকেটে ৮ বছরের জন্য নিষিদ্ধ হন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকায় বুধবার বিশেষ ট্রাইবুন্যাল এই শাস্তি ঘোষণা করে। সঙ্গে জরিমানা করা হয় ১০ লাখ টাকা। এবার সেই কংলক মুছে যাওয়ার পালা।
এদিকে বিপিএলে পাতানো ম্যাচের সঙ্গে জড়িত ঢাকা গ্লাডিয়েটর্সের মালিক শিহাব চৌধুরী এবং সেলিম চৌধুরীর উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে বিসিবির ডিসিপ্ল্যানারি কমিটি। এ দু’জনকে সব ধরনের ক্রিকেটে দশবছর নিষিদ্ধ করা হয়েছিল। তবে তাদের ২০ লাখ টাকার জরিমানা বাতিল করা হয়েছে।
Discussion about this post