ওয়ানডেতে সম্পুর্ন ভিন্ন চেহারায় জিম্বাবুয়ে ‘এ’। ২-০’তে চারদিনের ম্যাচের সিরিজ জয়ের পর হঠাৎই হোচট খেল বাংলাদেশ ‘এ’ দল। রোববার প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ১৭ রানে হারাল জিম্বাবুয়ে ‘এ’ দল।
এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৩ রান তুলে তারা। ১৩২ রান করেন রেগিস চাকাবভা।
মমিনুল হক ও জুবায়ের হোসেন দুটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে ৪৯.৩ ওভারে ২৩৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। নাঈম ইসলাম করেন ৬৬ রান। আর সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৫৬। এদিকে মোসাদ্দেক হোসেন করেন ৪৯ আর ইলিয়াস সানিও ৪২। তারপরও ম্যাচ জেতা হল না।
তাফাডজওয়া কামুনগোজি ২৪ রানে ৪ উইকেট নেন।
এই হারের ধাক্কা্ মঙ্গলবারই সামলে উঠার সুযোগ পাবে বাংলাদেশ ‘এ’ দল। এদিন সফরকারীদে