প্রত্যাশাটা তো আকাশ ছোঁয়া হবেই। বাংলাদেশ যে গতবারের স্বর্নজয়ী। তাইতো চারবছর আগের সাফল্যের পুনরাবৃত্তিই করতে চাইছে দল। এবার এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্বে মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে অধিনায়ক বললেন, ‘আগেরবার আমরা স্বর্ণ জিতেছি তাই এবারও আমাদের লক্ষ্য অবশ্যই সেটাই।’
সেই লক্ষ্য নিয়ে শুক্রবার রাতে দক্ষিণ কোরিয়ার ইনচনের উদ্দেশ্য দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল।
এই দলের বেশির ভাগ ক্রিকেটারই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরেছেন গত ২০ সেপ্টেম্বর। ব্যর্থ সেই মিশন শেষে এখন আত্মবিশ্বাস ফেরানোটাও লক্ষ্য মাশরাফির। বলছিলেন, ‘এবার প্রথম ম্যাচ জয়ের পর শ্রীলঙ্কার সঙ্গে লড়তে হবে আমাদের। এরপরই আফগানিস্তান। লড়াইটা বেশ কঠিন হবে। তবে প্রতিটা ম্যাচ নিয়েই আলাদা আলাদা পরিকল্পনা থাকছে আমাদের।’
দলের শক্তিটা বেড়ে গেছে এবার। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন সাকিব আল হাসান। তবে বিয়ের জন্য দলে নেই মুশফিকুর রহীম। সাকিব ফেরায় খুশি মাশরাফি। বললেন, ‘সাকিব ফিরে আসায় খুব ভালো হয়েছে। তার মত ক্রিকেটার দলের শক্তি বাড়িয়ে দেয়। তবে মুশফিকও মিস করবো আমরা।’
নিজের অধিনায়কত্ব নিয়ে বললেন, ‘আমার উপর যে দায়িত্ব দেয়া হয়েছে তা পালন করার চেষ্টা করব।’
মাশরাফির মতো চন্ডিকা হাতুরাসিংহের চোখও সামনের দিকে। জাতীয় দলের কোচ বলছিলেন-, ’দেখুন আগে যা হওয়ার হয়ে গেছে। উইন্ডিজ সিরিজের কিছু এখানে প্রভাব ফেলবে না। এটি টি-টুয়েন্টি ফরম্যাট। আশা করছি এশিয়ান গেমসে আমরা ঠিকই সফল হবো।’
এবার সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ।
Discussion about this post