তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১১ রান। ভয়াবহ ব্যর্থ তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথমটিতে দুই ইনিংসে তার ব্যাটে ৩৪ রান। আরো একবার বাংলাদেশের মতোই ফ্লপ ইমরুল কায়েস। এমন সময়ে অসুস্থ হয়ে পড়লেন জাতীয় দলের এই ক্রিকেটার।
জাতীয় দৈনিক প্রথম আলোর প্রতিনিধি ওয়েস্ট ইন্ডিজ থেকে জানিয়েছেন-বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস হঠাৎ করেই একধরনের চর্মরোগে আক্রান্ত হয়েছেন। সারা গায়ে ফুসকুড়ির মতো দেখা দিয়েছে। সেন্ট ভিনসেন্টে দুজন চিকিৎসক দেখানোর পরও অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। সে কারণে প্রথম টেস্টের শেষ দিনে মাঠেও আসেননি ইমরুল। এ অবস্থায় টিম ম্যানেজমেন্ট তাঁকে দ্রুত সম্ভব দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে পুরো দলের সঙ্গে সেন্ট ভিনসেন্ট থেকে সেন্ট লুসিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল। সবার সঙ্গে আছেন ইমরুল কায়েস। তবে শনিবার সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগেই দেশে ফেরার কথা রয়েছে তার।
১৮ টেস্টের ক্যারিয়ারে ইমরুল করেছেন ৭২৩ রান। গড় মাত্র ২০.০৮। ৫২ ওয়ানডে ম্যাচ খেলে তার রান ১৩৮৫। গড় ২৭.১৫।
Discussion about this post