নিষেধাজ্ঞার মেয়াদ কমে যাওয়ায় যেন স্বস্তির নিঃস্বাস ফেলছেন তিনি। আসলে ক্রিকেটই যেন তার প্রান, পরিচয়। সেই খেলা থেকে দুরে থাকতে কী মন চায়। এইতো আসছে ১৫ সেপ্টেম্বরের পর থেকেই সাকিব আল হাসান মুক্ত। শেষ হবে নিষেধাজ্ঞার মেয়াদ।
তাইতো রোববার অনুশীলনে নেমে পড়লেন দেশসেরা এই অলরাউন্ডার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে ব্যাট-বল দুটোই হাতে তুলে নেন সাকিব। এবার এ’দল এবং হাইপারফরম্যান্স স্কোয়াডের সঙ্গে চুটিয়ে অনুশীলন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
নিষিদ্ধ থাকায় কিছুদিন অনেকটা একাই অনুশীলন করতে হয়েছে তাকে।
জানা গেল জিম্বাবুয়ের সঙ্গে হোম সিরিজের আগেই ফিরছেন তিনি। এশিয়াড ক্রিকেটে অংশ নিতে দক্ষিন কোরিয়ার ইনচনও যাচ্ছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তারা তেমন ইঙ্গিত দিয়ে রেখেছেন।
তারওপার সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা ফেরার পথটা প্রস্বস্ত করেছে সাকিবের। গাজীর বদলে সাকিবই যাবেন এশিয়ান গেমসে-এটা প্রায় নিশ্চিত। এভাবে ফেরার পথ তৈরি হওয়ার উচ্ছসিত তিনি। বলছিলেন, ‘আসলেই খুব ভাল লাগছে। মনে যেন হচ্ছে বন্দী দশা থেকে মুক্ত হলাম।’
তাইতো প্রত্যাবর্তনটা স্মরনীয় করে রাখতে এখন নিয়মিতই অনুশীলন করে যাবেন সাকিব আল হাসান।
Discussion about this post