আরো একবার রঙ্গনা হেরাথের বোলিং আগুনে পুড়ছে পাকিস্তান। এর আগে যেমনটা হয়েছিল গল টেস্টে। তার স্পিন ঘুর্নি শেষ করে দিয়েছিল তাদের। এবার কলম্বো টেস্টেও সেই ছন্দ। তাতে শুক্রবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের ১ম ইনিংসে রান ৬ উইকেটে ২৪৪। সরফরাজ আহমেদ ৬৬ এবং আব্দুর রেহমান ১ রানে অপরাজিত ছিলেন। হেরাথ ৯৮ রান দিয়ে নেন ৫ উইকেট।
শ্রীলঙ্কার ১ম ইনিংসের চেয়ে ৭৬ রানে পিছিয়ে সফরকারীরা। এর আগে লঙ্কানরা ১ম ইনিংসে অলআউট হয়ে তুলে ৩২০ রান। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা মাহেলা জয়াবর্ধানে করেন মাত্র ৪ রান।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ১ম ইনিংসে ৩২০/১০ (থারাঙ্গা ৯২, সিলভা ৪১, সাঙ্গাকারা ২২, ম্যাথুস ৩৯; জুনায়েদ ৫/৮৭, ওয়াহাব ৩/৮৮)
পাকিস্তান: ১ম ইনিংসে ২৪৪/৬ (শেহজাদ ৫৮, শফিক ৪২, সরফরাজ ৬৬*; হেরাথ ৫/৯৮)
Discussion about this post