নতুন যুগে যেন প্রবেশ করল রিয়াল মাদ্রিদ। আক্রমনভাগে বিশ্বের সেরা তিন ফুটবলার। ক্রিশ্চিয়ানো রোনালদো। সঙ্গে গ্যারাথ বেল আর নতুন নাম লেখানো জেমস রদ্রিগুয়েজ। বলা হচ্ছে- ৪৫৩.৮৪ মিলিয়ন ডলারের আক্রমণ ভাগ রিয়ালের। মঙ্গলবার রাতে তাদের নিয়েই মৌসুমের প্রথম শিরোপাটা জিতে নিল সান্টিয়াগো বার্নাবু্র এই ক্লাব।
রোনালদোর জোড়া গোলে তারা পেল উয়েফা সুপার কাপ। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল ২-০ গোলে হারাল গত মৌসুমের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়াকে।
মঙ্গলবার কার্ডিফ সিটি স্টেডিয়ামে এদিন রিয়ালের হয়ে অভিষেক হল জার্মান তারকা টনি ক্রসের। করিম বেনজেমাদের সঙ্গে প্রথম ম্যাচেই মানিয়ে নেওয়ার চেস্টা করলেন তিনি।
তবে কলম্বিয়ার হয়ে ব্রাজিল বিশ্বকাপে ঝড় তোলা রদ্রিগুয়েজকে তেমন করে ম্যাচে খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে বিশ্বকাপটা হতাশা নিয়ে কাটলেও ক্লাব ফুটবলের শুরুতেই ছন্দ খুঁজে পেলেন সিআর-সেভেন।
Discussion about this post