পরশু থেকেই লন্ডনে শুরু হয়ে গেছে আইসিসির বার্ষিক সাধারণ সভা। যে সভায় অনেক এজেন্ডার মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে উত্থাপন করা হবে আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ ইস্যু। আগামী বছর ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে ওই বিশ্বকাপ হওয়ার শিডিউল রয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বকাপের সব ভেন্যু পুরোপুরি তৈরি হবে কি না তা নিয়ে শুরু হয়েছে সংশয়।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি) ভেন্যুগুলো আইসিসির দেওয়া সময়সীমার মধ্যে বিশ্বকাপের উপযোগী হবে কি না তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আর সেটা জেনে উদ্বিগ্ন আইসিসিও। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও চারটি ভেন্যুর মধ্যে দুটির কাজে স্লথগতি দেখে তার ক্ষোভ প্রকাশ করেছেন। এ ব্যাপারে আইসিসির বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখবেন তিনি। জানাবেন ভেন্যুগুলোর প্রস্তুতির সর্বশেষ খবরাখবর। সেটি জানার পর আইসিসির বিশ্বকাপ কমিটি দুটি সিদ্ধান্ত নিতে পারে। এক. সময়সীমা বাড়াতে পারে তারা। সে ক্ষেত্রে তারা ফের তদারকি করবে।
দুই নম্বর পথটাই হল বাংলাদেশের জন্য ভয়ঙ্কর। আইসিসি বাংলাদেশের বদলে শেষ মুহূর্তে বিকল্প দেশ বেছে নিতে পারে টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য।
Discussion about this post