মনে হচ্ছিল বৃষ্টিই বুঝি বাঁচিয়ে দিতে পারে ভারতকে। কিন্তু বৃষ্টির কারণে ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দুই সেশনের খেলা নষ্ট হলেও লাভ হল না মহেন্দ্র সিং ধোনিদের।
ইংল্যান্ডের কাছে তিন দিনেই হেরেছে ভারত। চতুর্থ টেস্ট ইনিংস ও ৫৪ রানে জিতেছে ইংল্যান্ড। তাতেই পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
অবশ্য প্রথম ইনিংসে ১৫২ রানে আউট হয়েই সর্বনাশ হয়েছিল ভারতের। এরপর তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসেও একই অবস্থা। ১৬১ রানে অলআউট।
এর আগে ৬ উইকেটে ২৩৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে প্রথম ইনিংসে ৩৬৭ তে অল আউট হয়ে যায় ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস : ১৫২/১০ এবং ২য় ইনিংসে ১৬১/১০ (বিজয় ১৮, গম্ভীর ১৮, পুজারা ১৭, কোহলি ৭, রাহানে ১, ধোনি ২৭, জাদেজা ৪, অশ্বিন ৪৬*, ভুবনেশ্বর ১০, অ্যারন ৯; মইন ৪/৩৯, অ্যান্ডারসন ২/১৮)।
ইংল্যান্ড ১ম ইনিংস : ৩৬৭/১০ (বেল ৫৮, ব্যালান্স ৩৭, রুট ৭৭, বাটলার ৭০, ওকস ২৬*; কুমার ৩/৭৫, বরুণ ৩/৯৭, পঙ্কজ ২/১১৩)।
###################
লিড নিল ইংল্যান্ড
১ম ইনিংসে ব্যর্থতাই আসলে সর্বনাশ করে দিয়েছে ভারতের।
চতুর্থ টেস্টের প্রথম দিন ভারত ১৫২ রানে অলআউট হয়ে যায়। এরপর দ্বিতীয় দিনে বেশ লড়েছেন ভারতীয় বোলাররা। বিশেষ করে ভুবনেশ্বর কুমার এবং ভ্যারন অ্যারন।
তারপরও লিড নেওয়া থেকে আটকানো যায়নি ইংলিশদের।
শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের ১ম ইনিংসে রান ৬ উইকেটে ২৩৭। স্বাগতিকদের লিড ৮৫ রানের।
ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন অ্যারন ও ভুবনেশ্বর।
তবে তার আগের দিন লজ্জায় ডুবিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। ৬ ব্যাটসম্যান আউট হয়েছিলেন শুন্য রানে। যা ভারতীয় টেস্ট ক্রিকেট ইতিহাসে রেকর্ড। সোয়াশ বছরেরও বেশী সময়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে এর আগে ৬ ব্যাটসম্যানের কোনো রান না করে ফেরার ঘটনা ঘটেছে ৩ বার। পাকিস্তান, বাংলাদেশের পর এই লজ্জায় ডুবল ভারত।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংসে : ১৫২/১০ (ধোনি ৭১, অশ্বিন ৪০, রাহানে ২৪; ব্রড ৬/২৫, অ্যান্ডারসন ৩/৪৬)।
ইংল্যান্ড ১ম ইনিংসে : ২৩৭/৬ (বেল ৫৮, ব্যালান্স ৩৭, জো রুট ৪৮*, বাটলার ২২*, ভুবেনশ্বর কুমার ৩/৪৭, বরুণ অ্যারন ৩/৪৮)
×অসম্পুর্ন
Discussion about this post