তিন বছর পর ভারত বিদেশের মাটিতে প্রথম টেস্ট জিতল। লর্ডসে দ্বিতীয় টেস্টে সোমবার ইংল্যান্ডকে ৯৫ রানে হারাল মহেন্দ্র সিং ধোনির দল। ১৯৮৬ সালে কপিল দেবের নেতৃত্বে লর্ডসে সর্বশেষ টেস্ট জিতেছিল ভারত। ঠিক ২৮ বছর বাদে ভারত আবারো এই মাঠে টেস্ট জিতল, ধোনির নেতৃত্বে।
জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য ছিল-৩১৯ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২২৩ রানে।
লর্ডসে জিতে পাঁচ টেস্টের সিরিজে ভারত এগিয়ে গেল ১-০ ব্যবধানে। অন্যদিকে টানা দশ টেস্টে জয় পেল না ইংল্যান্ড।
সোমবার নাটকীয় এই জয়ে ভারতের নায়ক পেসার ইশান্ত শর্মা। ৭৪ রানে ৭ উইকেট নিয়েছেন তিনি। এটি তার ক্যারিয়ার সেরা বোলিং।
সোমবার টেস্টের শেষ দিনের শুরুতে দুই অপরাজিত ব্যাটসম্যান জো রুট এবং মইন আলি দলকে বাঁচানোর লক্ষ্যে খেলছিলেন। গড়েন ঠিক শতরানের জুটি। কিন্তু লাভ হল না। ইশান্ত শেষ করে দিলেন সেই জুটি। এরপর ৫০ রানেই শেষ স্বাগতিকদের শেষ ৫ উইকেট।
৫ টেস্ট সিরিজের তৃতীয়টি শুরু হবে ২৭ জুলাই, সাউদাম্পটনে।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস : ২৯৫ ও ২য় ইনিংস : ৩৪২/১০ (মুরালি ৯৫, জাদেজা ৬৮, ভুবনেশ্বর ৫২; স্টোকস ৩/৫১, প্লাঙ্কেট ৩/৬৫, মঈন আলি ২/২৮)।
ইংল্যান্ড ১ম ইনিংস : ৩১৯ ও ২য় ইনিংস : ২২৩/১০ (কুক ২২, ব্যালান্স ২৭, রুট ৬৬, মইন ৩৯; ইশান্ত ৭/৭৪)।
ফল : ভারত ৯৫ রানে জয়ী।
ম্যাচসেরা : ইশান্ত শর্মা।
Discussion about this post