ক্যারিয়ারের সবচেয়ে বড় দুঃসময়ে দাড়িয়ে সাকিব আল হাসান। ‘শৃংখলা ভঙ্গের’ কারন দেখিয়ে তাকে লঘু পাপে গুরুদন্ড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ৬ মাস সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ তিনি। দেড় বছর খেলতে পারবেন না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং অন্য কোন বিদেশী ঘরোয়া লিগে।
এমন দুঃসময়ে সাকিব তার লাখো-কোটি ভক্তের কাছে ভালবাসা আর দোয়া চেয়েছেন। দেশসেরা এই ক্রিকেটার তার ফেসবুক পেইজে লিখেছেন আবেগময় এক বার্তা।
মঙ্গলবার সেই বার্তায় বিশ্বসেরা অলরাউন্ডার লিখেছেন-
‘প্রিয় বন্ধুরা, মাহে রমজানের শুভেচ্ছা। অতীতে, এমনকি এখন পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তাতে আমি ভীষণ অভিভূত। সত্যি বলতে কি, এ মুহূর্তে আমি যদি আমার হৃদয়টা আপনাদের দেখাতে পারতাম, তাহলে বুঝতে পারতেন আজকের এই আমি কেবলই আপনাদের ভালোবাসা, সমর্থন আর বাংলাদেশের পতাকার জন্যই। এই ভালোবাসা, এই আবেগ আমি প্রতিমুহূর্তে ধরে রাখতে চেষ্টা করে যাই।
দেশ আমার কাছে সবকিছুরই ঊর্ধ্বে। দেশ ও দেশের মানুষের জন্য প্রতি মুহূর্তে লড়াইয়ে নামতে আমি প্রস্তুত। আশা করি, আপনারা সব সময়ই আমাকে আপনাদের মনে ঠাঁই দেবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের জন্য সব সময়ই কিছু করতে পারি।
আপনাদের সবাইকে ভালোবাসি। -সাকিব’
মঙ্গলবার রাত পর্যন্ত সাকিবের অফিসিয়াল ফেসবুক ফ্যানপেজে এই স্ট্যাটাসে লাইক পড়েছে ৬৮ হাজারেরও ওপরে। শেয়ার হয়েছে প্রায় আড়াই হাজার বার। সহমর্মী হয়ে মন্তব্য করেছেন প্রায় দশহাজার সাকিব ভক্ত।
গত দুদিন ধরেই সাকিবের ওপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন সমালোচিত শাস্তি নিয়ে সরব ছিলেন দেশের মানুষ। অনেকেই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের শাস্তি দাবী করছিলেন।
Discussion about this post