এ যেন তারকার সম্মিলন! কে ছিলেন তা বলার চেয়ে বুঝি কে নেই তা বলাটা সহজ। জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকার থেকে শুরু করে হালের সেনসেশন তামিম ইকবাল সবাই ছিলেন ক্রিকেটের ঐতিহ্যবাহী স্টেডিয়াম লর্ডসের দুইশ’ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ম্যাচে। ছিলেন গ্রেট ব্রায়ান লারা, শেন ওয়ার্ন, অ্যাডাম গিলক্রিস্ট আর মুত্তিয়া মুরালিধরন। দেখা মিলল এ সময়ের তারকা যুবরাজ সিং, সাঈদ আজমল এবং বীরেন্দ্র শেবাগদের।
তবে শনিবারের সেই প্রীতি ম্যাচে ব্যর্থ তামিম ইকবাল। মাত্র এক রান করলেন বাংলাদেশের এই একমাত্র প্রতিনিধি। তবে কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে এরকম ম্যাচ খেলে অন্যরকম অভিজ্ঞতা পেলেন বাংলাদেশের তামিম ইকবাল।
একইসঙ্গে হারল তার দল অবশিষ্ট বিশ্ব একাদশ। মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) জিতল ৭ উইকেটে। জয়ের নায়ক অ্যারন ফিঞ্চ। তিনি করলেন অপরাজিত ১৮১ রান।
ম্যাচটা ওয়ানডে হলেও সবাই সাদা পোশাকেই খেলতে নামেন।
প্রীতির মোড়কে বন্ধী ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৯৩ রান করে অবশিষ্ট বিশ্ব একাদশ। তামিম ফিরে যান ১ রানে। ব্যর্থ কেভিন পিটারসেন আর শহীদ আফ্রিদিও। তবে ১৩২ রান করেন যুবরাজ সিং।
সাঈদ আজমল ৪৫ রানে ৪ উইকেট নেন।
জবাব দিতে নেমে ৪৫.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় এমসিসি।
৪৪ রান করেন শচীন। লারা করেন ২৩। রাহুল দ্রাবিড় ফিরে যান শুন্য রানে। শিবনারায়ন চন্দরপল ৩৭। আর ১৪৫ বলে ফ্রিঞ্চ করেন ম্যাচ জেতানো ১৮১ রান।
Discussion about this post