ব্রাজিল বিশ্বকাপে স্বপ্নের মতোই এগিয়ে যাচ্ছে কোস্টারিকা। টাইব্রেকারে গ্রিসকে ৫-৩ গোলে হারিয়ে প্রথমবারের মতো উঠে গেছে গ্রেটেস্ট শো অন আর্থের কোয়ার্টার ফাইনালে।
জয়ের নায়ক গোলকিপার কেলর নাভাস। টাইব্রেকারে গ্রিসের থিওফানিস গেকাসের শট আটকে দেন তিনি।
অবশ্য রোববার রেসিফিতে দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে প্রথমে এগিয়ে গিয়েছিল তারাই। ৫২ মিনিটে ব্রায়ান রুইসের গোলে আনন্দে ভাসে মধ্য আমেরিকার এই দেশ। কিন্তু ইনজুরি সময়ে চমক দেখান গ্রিসের সক্রাটিস পাপাস্তাথোপুলোস (১-১)।
খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আর গোল হয়নি। তাইতো টাইব্রেকারেই নিষ্পত্তি হয় ম্যাচের। প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলা গ্রিস বিদায় নিল টুর্নামেন্ট থেকে।
ম্যাচে কোস্টারিকার অস্কার দুরাতে লাল কার্ড পান। তাইতো দশ জন নিয়ে প্রায় এক ঘণ্টা খেলতে হয় তাদের।
এবার বিশ্বকাপে কোস্টারিকা পড়েছিল গ্রুপ অব ডেথে। যেখানে তিন সাবেক চ্যাম্পিয়ন ইতালি, উরুগুয়ে ও ইংল্যান্ডকে পেছনে ফেলে সবার আগে তারা পায় দ্বিতীয় পর্বের টিকিট। এ অবস্থায় কোয়ার্টার ফাইনালে তারা লড়বে গতবারের রানার্সআপ নেদারল্যান্ডসের বিপক্ষে।
Discussion about this post