দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচেই টাইব্রেকার টস। আর তাতে চিলিকে ৩-২ গোলে হারিয়ে ব্রাজিল উঠে গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। শনিবার ব্রাজিলের এই জয়ের নায়ক গোলকিপার জুলিও সিজার। চিলির দুটি পেনাল্টি শট আটকে দিয়েছেন তিনি।
বেলো হরিজোন্তের স্তাদিও মিনেইরাওয়ে নকআউট পর্বের প্রথম ম্যাচে অবশ্য এগিয়ে গিয়েছিল ব্রাজিলই। স্বাগতিকদের উৎসবে ভাসিয়ে দেন ১৮ মিনিটে ডেভিড লুইস। নেইমারের ভাসানো ক্রসে হেড নিয়েছিলেন ডিয়েগো সিলভা। পরে তাতে পা ছুঁইয়ে দেন লুইস (১-০)।
অবশ্য ৩২ মিনিটেই খেলায় ফিরে চিলি। দলের সেরা তারকা অ্যালেক্সিস সানচেজের গোলে সমতা আসে লড়াইয়ে।
এরপর আক্রমন আর পাল্টা আক্রমনে দারুণ জমে উঠে দুই লাতিনের লড়াই। ভাগ্যটা সঙ্গে থাকলে গোল পেতে পারতেন নেইমার। কিন্তু টুর্নামেন্টে ৪ গোলেই আটকে থাকলেন তিনি।
৫৪ মিনিটে অবশ্য চিলির জালে বল পাঠিয়ে ছিল ব্রাজিল। কিন্তু হাল্কের সেই গোল হ্যান্ডবলের জন্য বাতিল হয়ে যায়। তবে টেলিভিশন রিপ্লেতে মনে হয়েছে সেটা হ্যান্ডবল ছিলনা। তিনি হাত দিয়ে নয়, বুক দিয়ে বল নামিয়েছিলেন।
আর এভাবেই নির্ধারিত ৯০ মিনিটের খেলা থাকে গোলশুন্য। পরে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল পায়নি ব্রাজিল-চিলি।
পরে টাইব্রেকারে জুলিও সিজারের দক্ষতায় ম্যাচ জিতে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
স্বাগতিকরা এবার সেমিফাইনালে উঠার লড়াইয়ের জন্য প্রস্তুত হবে।
Discussion about this post