এ যেন স্বপ্নের বিশ্বকাপ যাত্রা। প্রথম ম্যাচে তারা উড়িয়ে দিয়েছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে। শুক্রবার কোস্টারিকা হারাল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে।
অধিনায়ক ব্রায়ান রুইসের জয়সুচক গোলে ‘ডি’ গ্রুপে তিন বিশ্ব চ্যাম্পিয়নকে পেছনে ফেলে সবার আগে দ্বিতীয় রাউন্ডে কোস্টারিকা। অথচ এই গ্রুপে আলোচনার বাইরে ছিলই তারাই। ৯৯০ বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপের শেষ ১৬-তে খেলবে কোস্টারিকা। তাদের এমন জয়ে প্রথম রাউন্ড থেকেই ইংল্যান্ডের বিদায়টা নিশ্চিত হয়ে গেল।
একইসঙ্গে উরুগুয়ে-ইতালি ম্যাচটা হয়ে গেল অলিখিত ফাইনাল। এখানে যারা জিতবে তারাই গ্রুপ অব ডেথ ‘ডি’ থেকে পাবে পরের রাউন্ডে উঠার টিকিট।
‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকা
দেশ ম্যাচ জয় ড্র হার পক্ষে গোল বিপক্ষে গোল গোল পার্থক্য পয়েন্ট
কোস্টারিকা ২ ২ ০ ০ ৪ ১ +৩ ৬
ইতালি ২ ১ ০ ১ ২ ২ ০ ৩
উরুগুয়ে ২ ১ ০ ১ ৩ ৪ −১ ৩
ইংল্যান্ড ২ ০ ০ ২ ২ ৪ −২ ০
Discussion about this post