দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করলেন টমাস মুলার। গতবারের গোল্ডেন বুট বিজয়ী এবার বিশ্বকাপের প্রথম ম্যাচেই করলেন হ্যাটট্রিক। আর তাতেই সোমবার ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৪-০ গোলে পর্তুগালকে হারাল জার্মানি।
সালভাদরের আরেনা ফন্তে নোভায় পর্তুগীজদের বিপক্ষে ম্যাচের ১২, ৪৫ ও ৭৮ মিনিটে গোল তিনটি করেন মুলার। এটিই আন্তর্জাতিক ম্যাচে তার প্রথম হ্যাটট্রিক। একইসঙ্গে এবারের ব্রাজিল বিশ্বকাপেরও প্রথম হ্যাটট্রিক এটি। ফের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে দারুণ শুরু করলেন বায়ার্ন মিউনিখের এই জার্মান ফরোয়ার্ড।
জার্মানদের পক্ষে অন্য গোলটি করেন মাটস হুমেলস।
আসলে ম্যাচের ৩৭ মিনিটেই সব শেষ হয়ে যায়। লালকার্ড দেখে মাঠ ছাড়েন পর্তুগালের সেন্ট্রাল মিডফিল্ডার পেপে। দশজন নিয়ে কী আর জার্মানদের সঙ্গে পারা যায়?
সেই ঘটনার আগে পেনাল্টি থেকে শুধুই একটি গোল হজম করে পর্তুগীজরা। এরপরই সব এলোমেলা হয়ে যায়। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো কয়েকবার প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিয়েছেন ঠিকই কিন্তু গোল পাননি। অবশ্য তাকে বেশ চোখে চোখে চোখে রেখেছে জার্মানির ফুটবলাররা।
চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সামনে মাথা উচু করেই মাঠ ছাড়ে জার্মানরা। একইসঙ্গে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের ১০০তম ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল ইউরোপিয়ান জায়ান্টদের।
ইরান-নাইজেরিয়া ম্যাচ ড্র, জিতল যুক্তরাষ্ট্র
এদিকে সোমবার ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় ইরান ও নাইজেরিয়া। গোলশূন্য ড্র হয়েছে এই ম্যাচ। ব্রাজিল বিশ্বকাপে এই প্রথম কোন ম্যাচে গোলের দেখা মিলল না!
অন্যদিকে ‘জি’ গ্রুপের ম্যাচে একই দিন ঘানাকে ২-১ গোলে হারাল যুক্তরাষ্ট্র।
Discussion about this post