শফিউল ইসলামের বোলিং এবং ইমরুল কায়েসের অবশেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে জয় এলো। বার্বাডোজে প্রথম টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টারকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ এ’ দল। সফরে বাংলাদেশ এ’ দলের এটাই প্রথম জয়।
শনিবার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তুলে হাই পারফরম্যান্স সেন্টার। শফিউল ২২ রান দিয়ে ৩ উইকেট নেন।
জবাব দিতে নেমে ১৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে এ’ দল। ইমরুল ২১ বলে করেন ৫০ রান।যাতে ছিল ৫টি চার ও ৪ ছক্কা। সাব্বির রহমান করেন অপরাজিত ৪১ রান।
এ জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এ’ দল।
Discussion about this post