দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেমিফাইনালিস্ট তারা। এবারো ঝড় তোলার লক্ষ্য ছিল তাদের। কিন্তু শুরুতেই হোচট খেল উরুগুয়ে। ব্রাজিল বিশ্বকাপে শনিবার ডি’ গ্রুপের ম্যাচে তাদের ৩-১ গোলে হারাল কোস্টারিকা।
যদিও শুরুটা দারুণ করেছে লাতিন আমেরিকার আরেক দেশ কলম্বিয়া। সি’ গ্রুপের ম্যাচে গ্রিসকে সহজেই ৩-০ গোলে হারাল তারা।
ফোর্তালেজা স্টেডিয়ামে পেনাল্টি থেকে গোল করে প্রথমে উরুগুয়েকে এগিয়ে দিয়েছিলেন এডিনসন কাভানি। কিন্তু দ্বিতীয়ার্ধে ছন্দপতন। ৫৪ মিনিটে জোয়েল ক্যাম্পবেল সমতা ফেরান। তিন মিনিট পর অস্কার ডুয়ার্টের গোলে এগিয়ে যায় কোস্টারিকা। ৮৪ মিনিটে ব্যাবধানটা আরো বাড়িয়ে দেন মার্কোস ওরেনা। ম্যাচে দলের সেরা তারকা লুইস সুয়ারেজকে ছাড়াই খেলছে উরুগুয়ে।
এদিকে বেলো হরিজোন্তের স্তাদিও মিনেইরাওয়ে’তে সি’ গ্রুেপর ম্যাচে তাদের জালে তিনবার বল পাঠাল কলম্বিয়া। ৫ মিনিটে পাবলো আরমেরোর গোলে এগিয়ে যায় দলটি। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন তেওফিলো গুতিয়েরেজ। ইনজুরি সময়ে গ্রিসের পোষ্টে তৃতীয়বারের মতো বল পাঠান জেমস রদ্রিগুয়েজ।
গ্রুপ সি’ নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৯ জুন আইভরি কোস্টের মুখোমুখি হবে তারা। একইদিন জাপানের সঙ্গে লড়বে গ্রিস।
আর গ্রুপ ডি’তে ডু অর ডাই ম্যাচে উরুগুয়ে ১৯ জুন লড়বে ইংল্যান্ডের সঙ্গে।
Discussion about this post