জাতীয় দলের দরজা খুলে গেল উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন ও পেস বোলার তাসকিন আহমেদের। প্রথমবারের মতো ওয়ানডে জাতীয় দলে ডাক পেলেন তারা। তবে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে নেই রুবেল হোসেন।
মাশরাফি বিন মর্তুজা ইনজুরিতে পড়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে ডাক পেয়েছিলেন তাসকিন আহমেদ। এক ম্যাচ খেলে ২৪ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি।
ইনজুরি সমস্যা কাটিয়ে তামিম ইকবাল ফিরেছেন ওয়ানডে দলে। বাদ পড়েছেন ইমরুল কায়েস, আরাফাত সানি, নাঈম ইসলাম, শফিউল ইসলাম ও রুবেল হোসেন।
৩ ম্যাচের এই ওয়ানডে সিরিজের জন্য ভারত অবশ্য তাদের সেরা দল পাঠাচ্ছে না। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিসহ তাদের সাতজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রামে রাখা হয়েছে। দলের নেতৃত্ব রয়েছেন সুরেশ রায়না।
১৩ জুন ঢাকায় এসে পৌঁছবে ভারতীয় ক্রিকেট দল। ১৫, ১৭ ও ১৯ জুন হবে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের ৩ ম্যাচের সবই হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ দল–
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, শামসুর রহমান, মমিনুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিথুন, আবদুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা, সোহাগ গাজী, জিয়াউর রহমান, আল-আমিন ও তাসকিন আহমেদ।
Discussion about this post