সামনেই ক্রিকেটের তীর্থস্থান লর্ডসের ২০০ বছর পুর্তি। তাইতো নতুন করে সাজছে লন্ডনের ঐতিহ্যবাহী এই মাঠ। সেখানে আয়োজন করা হবে বিশেষ এক প্রদর্শনী ম্যাচ। যাতে
খেলার সুযোগ পেলেন বাংলাদেশের তামিম ইকবাল। শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার এমসিসি দলের বিপক্ষে অবশিষ্ট বিশ্ব দলে আছেন এ তারকা ব্যাটসম্যান।
লডর্সে ম্যাচটি হবে আগামী ৫ জুন। ম্যাচটি ৫০ ওভারের।
এ মাঠে বাংলাদেশের পক্ষে টেস্টে একমাত্র সেঞ্চুরিয়ান তামিম। তার দল অবশিষ্ট বিশ্ব একাদশের অধিনায়ক কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। দলে আরো আছেন অ্যাডাম গিলক্রিস্ট, মুত্তিয়া মুরালিধরন।
অন্যদিকে এমসিসি দলের নেতৃত্বে থাকছেন আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকার। সেই দলে আছেন ব্রায়ান লারা, রাহুল দ্রাবিড়ের মতো লিজেন্ড।
এমসিসি দল–
শচীন টেন্ডুলকার (অধিনায়ক), সাঈদ আজমল, শিবনারায়ন চন্দরপল, রাহুল দ্রাবিড়, অ্যারন ফিঞ্চ, উমর গুল, ব্রায়ান লারা, ব্রেট লি, ক্রিস রিড, শন টেইট এবং ড্যানিয়েল ভেট্টোরি।
অবশিষ্ট বিশ্ব দল–
শেন ওয়ার্ন (অধিনায়ক), শহীদ আফ্রিদি, টিনো বেস্ট, পল কলিংউড, অ্যাডাম গিলক্রিস্ট, তামিম ইকবাল, মুত্তিয়া মুরালিধরন, কেভিন পিটারসেন, বীরেন্দর শেবাগ, পিটার সিডল এবং যুবরাজ সিং।
Discussion about this post