গোটা কলকাতা বৃষ্টি শঙ্কায় ছিল। আগের দিন খেলা হয়নি। বুধবারও না হলে কিংস এলিভেন পাঞ্জাব উঠে যেতো ফাইনালে। শঙ্কা তো থাকবেই। তবে এদিন খেলা হল। আর কলকাতা নাইট রাইডার্সও থাকল চেনা ছন্দে। তাতেই পাঞ্জাবের বিপক্ষে দল প্লে অফের লড়াইয়ে দল তুলে নিল ২৮ রানের অনায়াস জয়। চলতি টুর্নামেন্টে এটি কেকেআরের টানা অষ্টম জয়। তাতেই সাকিব আল হাসানের দল পেয়ে গেল আইপিএলের ফাইনালের টিকিট।
ইডেনে বুধবারের প্রথম প্লেঅফে টস হেরে ব্যাট করতে নামে কলকাতা। ২০ ওভারে তারা তুলে ১৬৩ রান। রবিন উথাপ্পা করেন ৪২ রান। সাকিব ১৬ বলে ১৮ রান।
জবাব দিতে নেমে পাঞ্জাব নির্ধারিত ওভারে তুলে মাত্র ১৩৫ রান। সাকিব ১ উইকেট পেলেও দেন ৪ ওভারে ৪৩ রান। উমেশ যাদব নেন ১৩ রানে ৪ উইকেট।
এদিকে বুধবার আইপিএল থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। এলিমিনেটরে তারা চেন্নাই সুপার কিংসের কাছে ৭ উইকেটে হেরেছে।
১ জুন ব্যাঙ্গালোরে হবে আইপিএলের ফাইনাল।
সংক্ষিপ্ত স্কোর
কলকাতা : ১৬৩/৮, ২০ ওভার (উথাপ্পা ৪২, পান্ডে ২১, সাকিব ১৮, ইউসুফ ২০, ডোশেট ১৭, যাদব ২০, চাওলা ১৭*; জনসন ২/৩১, করনভির সিং ৩/৪০)।
পাঞ্জাব : ১৩৫/৮, ২০ ওভার (ভোহরা ২৬, সাহা ৩৫, ম্যাক্সওয়েল ৬, মিলার ৮, বেইলি ২৬, ধাওয়ান ১৪, জনসন ১০*; মর্নে মরকেল ২/২৩, উমেশ যাদব ৩/১৩, সাকিব ১/৪৩, চাওলা ১/২৩)।
ফল : কলকাতা ২৮ রানে জয়ী।
ম্যাচসেরা : উমেশ যাদব।
Discussion about this post