সময়টা একেবারেই ভাল যাচ্ছিল না তার। এনিয়ে অনেক কথা শুনতে হয়েছে ইউসুফ পাঠানকে। কিন্তু শনিবার রাতে বেশ জবাব দিলেন তিনি। পাঠানের ঝড়ো ব্যাটিংয়ে হায়দরাবাদ সানরাইজার্সকে ৪ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
ইউসুফ আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরি করেছেন। মাত্র ১৫ বলে ৫০ রান করেন তিনি।
পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থাকা কলকাতা এখন ফাইনালে উঠার লড়াইয়ে লড়বে কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে।
এর আগে ফিল্ডিংয়ের সময় দুর্নাম কুড়িয়েছেন ইউসুফ। সাকিব আল হাসানের বলে ড্যারেন স্যামির সহজ ক্যাচকে ফেলে দেন তিনি।
কিন্তু ব্যাট হাতে সেটা পুষিয়ে দিলেন। মাত্র ২২ বলে ৭টি ছক্কা ও ৫টি চারে ৭২ রানের দারুণ এক ইনিংস খেললেন।
কলকাতার ইডেন গার্ডনে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬০ রান করে হায়দরাবাদ। সাকিব ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে নেন ১ উইকেট।
রান রেটে চেন্নাইকে টপকে যেতে ১৫.২ ওভারে হায়দরাবাদের দেয়া টার্গেট টপকে যেতে হতো কলকাতার। ইউসুফ ঝড়ে ১৪.২ ওভারে ম্যাচ জিতে কলকাতা।
রবিন উথাপ্পা করেন ৩০ বলে ৪১। ৫ বল খেলে ১ রান করেন আগের ম্যাচে সফল সাকিব।
এ জয়ে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে কলকাতা। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থেকে এবারের আইপিএল শেষ করল হায়দরাবাদ।
Discussion about this post