এইতো আগামী মাসের ১৩ জুন বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। মুশফিকুর রহীমদের সঙ্গে সংক্ষিপ্ত সেই সফরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। আগামী ১৫, ১৭ ও ১৯ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ তিনটি।
তার আগে নিজেদের প্রস্তুত করে নেওয়ার কাজটা আগামী সপ্তাহ থেকেই শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন, ‘আমরা এ মাসের ২৪ কিংবা ২৫ তারিখেই ক্যাম্প শুরু করে দেব।’
তার আগে সোমবার মুশফিকদের জন্য কোচও নিয়োগ দিল বোর্ড। শ্রীলঙ্কার চন্ডিকা হাতুরাসিংহের সঙ্গে হল দুই বছরের চুক্তি। জানা গেল নতুন কোচ ১০ জুন ঢাকায় আসতে পারেন। তার আগে নতুন ট্রেনার মারিও ভিল্লাভারায়ন দলের সঙ্গে যোগ দেবেন।
Discussion about this post