লাগতে শুরু করেছে বিশ্বকাপের উত্তাপ! আসছে ১২ জুন শুরু গ্রেটেস্ট শো অন আর্থ। ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের ৩২ দেশের জন্য প্রস্তুত গোটা বিশ্ব। মেসি, রোনালদো আর নেইমারদের ম্যাজিক দেখার অপেক্ষায় সবাই।
ফুটবলের দেশে চলছে শেষ মুহুর্তের ব্যস্ততা। এইতো রোববার মুক্তি পেয়ে গেল বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল গান-’ওলে ওলা (উই আর ওয়ান)’।
আমেরিকান শিল্পী পিটবল ও পপ সেনসেশন জেনিফার লোপেজ গেয়েছেন এই ছন্দময় গান।
তাদের সঙ্গে আছেন ব্রাজিলের গায়িকা ক্লাউদিয়া লেইত্তে। তিনি অবশ্য পর্তুগিজ ভাষায় এই ভিডিওতে গানটি গেয়েছেন। নাচে-গানে এবারো মাত করবে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান।
দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালের বিশ্বকাপে পপ তারকা শাকিরা শুনিয়েছিলেন-‘ওয়াকা ওয়াকা’। সেই রেশ এবারো থাকছে।
চলুন দেখে নেই এবার ”’ওলে ওলা..” আর মেতে উঠুন ফুটবল বিশ্বকাপে।
শুনে নিন ব্রাজিল বিশ্বকাপ নিয়ে শাকিরার একটি গান
Discussion about this post