ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববার সানরাইজার্স হায়দরাবাদকে অনায়াসে ৭ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দলের জয়ে এবারো বড় ভুমিকা রাখলেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে হায়দরাবাদ। তারা ৮ উইকেট হারিয়ে তুলে ১৪২ রান। ৩৪ রান করেন ডেভিড ওয়ার্নার। ইরফান পাঠান ২৩ রান।
সাকিব ৩ ওভার বল করে ২২ রানে নেন ২ উইকেট। উমেশ যাদব ২৬ রানে নেন ৩ উইকেট।
জবাব দিতে নেমে ১৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। রবিন উথাপ্পা ৩৩ বলে করেন ৪০ রান। মনিশ পাণ্ডের ৩৫ রান করেন। এরপর ইউসুফ পাঠান ২৮ বলে করেন ৩৯ রান।
১১ খেলায় এটি কলকাতার ষষ্ঠ জয়। সমান খেলায় হায়দরাবাদের সপ্তম হার।
আইপিএলে দিনের আরেক ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই জয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন টিকে থাকল তাদের। ১১ ম্যাচে এটি ব্যাঙ্গালোরের ৫ম জয়। সমান খেলায় চেন্নাইয়ের তৃতীয় হার।
Discussion about this post