তিনি ছিলেন লিগ চ্যাম্পিয়ন গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের কোচ। যথারীতি নতুন মৌসুমেও এই দলের সঙ্গেই তার থাকার সম্ভাবনা ছিল। কথা ছিল। লিগ শুরুর অনেক আগে থেকেই সেই রকম একটা বন্দোবস্ত হয়েছিল।
কিন্তু সিদ্ধান্ত বদলে ফেললেন কোচ সারোয়ার ইমরান। দলও বদলে ফেললেন। গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স ছেড়ে এবার নতুন মৌসুমে তিনি নাম লেখাচ্ছেন আবাহনীতে।
-কোন আবাহনী?
যে দল গত মৌসুমে রেলিগেশনের শঙ্কায় পড়েছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কা কাটিয়ে উঠতে পারলেও সুপার সিক্সে খেলার যোগ্যতা পায়নি আবাহনী। নতুন মৌসুমে সেই দলের কোচ হচ্ছেন সারোয়ার ইমরান।
হঠাৎ কেন দল বদল করলেন কোচ সারোয়ার ইমরান? তাহলে কি গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের চেয়ে বেশি অর্থ পাচ্ছেন তিনি এবার আবাহনীতে? ক্রিকেট নিয়ে যারা খোঁজখবর রাখেন তারা জানাচ্ছেন-না ব্যাপারটা অমন কিছু নয়। অন্য একটা ‘আস্থা’ এবং ‘নিশ্চয়তা’ পেয়েই এবার আবাহনীর কোচের দায়িত্ব নিয়েছেন সারোয়ার ইমরান।
সেই নিশ্চয়তার নাম জাতীয় দলের অর্ন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পালন!
জাতীয় দলের হেড কোচ শেন জার্গেনসন দায়িত্ব ছেড়ে দিয়েছেন। নতুন বিদেশি কোচ হন্যে হয়ে খুঁজছে এখন ক্রিকেট বোর্ড। এরই মধ্যে ভারত আগামী মাসের মাঝামাঝি আসছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। এত কম সময়ের মধ্যে জাতীয় দলের নতুন কোচ খুঁজে পাওয়া সম্ভব নয়। যদিও পাওয়া যায় তবে তিনি মাত্র আগামী মাসেই বাংলাদেশ দলের দায়িত্ব নিতে রাজি হবেন না। পুরানো জায়গা ছেড়ে আসতে হলে কিছুটা সময় তো তারও লাগবে। মাঝের এই সময়টুকুতে ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজটা বিসিবি স্থানীয় কোচ দিয়েই সেরে ফেলতে চায়। আর অর্ন্তবর্তী কোচ হিসেবে সারোয়ার ইমরান বরাবরই তালিকার শীর্ষে। ভারতের বিপক্ষে সিরিজে সারোয়ার ইমরানকে এই অর্ন্তবর্তী কোচের দায়িত্ব পালনের নিশ্চয়তা আগেই দিয়ে রাখা হয়েছিল। ক্রিকেট বোর্ডে এখন সংখ্যাগরিষ্ঠ পরিচালকই আবাহনী ক্লাবের সঙ্গে জড়িত-তাই এমন সিদ্ধান্তটা পাকাপোক্ত করতে বেশি সময় এবং সংশয় কোনকিছুই লাগেনি। আবাহনী থেকে আসা বোর্ডের এসব প্রভাবশালী পরিচালকদের কাছ থেকে আশ্বাস আগেই পেয়েছিলেন কোচ সারোয়ার ইমরান।
তাই লিগের চ্যাম্পিয়ন দল ছেড়ে তলানিতে থাকা দলের কোচের দায়িত্ব নিলেন।
কোচ খোঁজা প্রসঙ্গে সেদিন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান-‘ভারতের বিপক্ষে সিরিজে অর্ন্তবর্তী কোচের দায়িত্ব পালন করবেন স্থানীয় কোচ। আর এক্ষেত্রে এই পদে সারোয়ার ইমরানকে দেখা যেতে পারে।’
সাংবাদিকদের পরে সারোয়ার ইমরান জানান-‘দায়িত্ব পেলে আমি এই প্রস্তাবে সাড়া দেবো।’
Discussion about this post