তাহলে বাংলাদেশ জাতীয় দলের কোচের চাকুরিটা ছাড়ার আগেই আরেকটা চাকুরি ঠিক করে এসেছিলেন শেন জার্গেনসন। না, হলে কী করে ঢাকা ছাড়ার দিনকয়েকের মধ্যেই খুঁজে নিলেন নতুন ঠিকানা? জার্গেনসন এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী সদস্য ফিজির কোচ।
দেশটির কোচ হিসেবে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন এ অস্ট্রেলিয়ান।
খবরটা জানিয়ে ক্রিকেট ফিজির জেনারেল ম্যানেজার ইনোকে লেসুমা বললেন, ‘ওর মতো একজন অভিজ্ঞ কোচ ফিজিতে আমাদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন, এটা সত্যিই অসাধারণ ব্যাপার। তিনি টেস্ট খেলুড়ে একটি দেশের কোচের দায়িত্ব পালন করেছেন। অথচ আমরা এখনো বিশ্বকাপেই খেলতে পারিনি। এমন ঘটনা সত্যিই বিরল।’ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই দ্বীপরাস্ট্র তাকে ঘিরে এখন ক্রিকেটে স্বপ্ন দেখছে।’ অন্যদিকে জার্গেনসন বলছিলেন, ’দ্বায়িত্বটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি আমি। পুরুষ জাতীয় দলের পাশাপাশি নারী এবং অনুর্ধ্ব-১৯ দলের দ্বায়িত্বও পালন করবো আমি।’
১৯৬৫ সালে ফিজি পেয়েছিল আইসিসির সহযোগী সদস্যপদ। আইসিসি ট্রফিতে তারা খেলেছে ১৯৭৯ থেকে ২০০১ সাল পর্যন্ত। ২০০৭ সাল থেকে ফিজি অংশ নিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেট লিগে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ থেকে ২০১৩ সালে নেমে যায় সপ্তম বিভাগে।
এরকম একটা দলের কোচ হওয়ার চ্যালেঞ্জটা নিলেন মুশফিকুর রহীমদের সাবেক কোচ।
Discussion about this post